ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লিটনের ফিফটিতে বড় জয় বাংলাদেশের Logo রাশিয়া-চীন সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: পুতিন Logo আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে Logo রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র ও যুবকের লাশ উদ্ধার Logo সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭ Logo ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু Logo লৌহজংয়ে অবৈধ ড্রেজার কারবারে ভ্রাম্যমাণ আদালতের কড়া অভিযান: লাখ টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড Logo কোলা ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী Logo পরিবার সামলাতে না পারলেও এবার সোনারগাঁও সামলানোর দায়িত্ব নিতে চান হেফাজতের মাওলানা শাহজাহান শিবলী Logo খাটরা গ্রামের সস্তা উন্নয়নে জড়িত কারা !

সাকিবের বিদায় রাঙাতে চান মিরাজ

দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রাখবে আগামীকাল। টিম বাংলাদেশের বিপক্ষে এবার তারা খেলবে দুই টেস্টের সিরিজ, যেটি মাঠে গড়াবে ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক এগোলে মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি হবে সাকিব আল হাসানের বিদায়ের মঞ্চ। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন তারকা অলরাউন্ডার।

ম্যাচ দুটি যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই পূর্ণ শক্তির দল নিয়েই আসছে দক্ষিণ আফ্রিকা। টিম বাংলাদেশও লড়বে তাদের সম্ভাব্য সেরা শক্তি নিয়ে। মিরপুরে মঙ্গলবার থেকে তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মুশফিক-মুমিনুলরা। যদিও সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। আজ-কালের মধ্যেই তা হয়ে যাওয়ার কথা। মঙ্গলবারই বৈঠক ছিল নির্বাচক প্যানেলের। দলে কাকে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে-সেসবই আলোচনা হয়েছে সেখানে। তবে খেলোয়াড়দের তালিকা বিসিবিতে নির্বাচক কমিটি জমা দিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে যে দলটা খেলেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে সেখান থেকে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। সেটি জেনে-বুঝেই কোচিং স্টাফের তত্ত্বাবধানে মুশফিকদের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলামরা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতে হতাশাজনক সফরের দুঃস্মৃতি ভুলে ঘরের মাঠে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ^াস তার। এ ছাড়া সিরিজটি যেহেতু সাকিব-বিদায়ের মঞ্চ, সেই মঞ্চকে রঙিন করার সর্বাত্মক চেষ্টাই চালাবে টাইগাররা, মিরাজ সেটিও জানিয়ে রাখলেন।

সাকিব-পরবর্তী যুগে মিরাজকেই তারকা অলরাউন্ডারের উত্তরসূরি ভাবা হচ্ছে। তিনি জানিয়ে দিলেন, বিদায়ি টেস্টে জয় উপহার দিতে চান সাকিবকে, ‘অবশ্যই (জয় উপহার দিতে চাই)। তিনি কিংবদন্তি খেলোয়াড় আর একজন কিংবদন্তি যখন দেশের মাটিতে অবসর নেবেন, এটি নিজের কাছেও অনেক ভালো লাগার ব্যাপার। …আমরা একসঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছি। অবশ্যই সবার খারাপ লাগবে। প্রতিটি খেলোয়াড়েরই এমন দিন আসে। আজ হয়তো তিনি অবসর নিচ্ছেন, কাল হয়তো আমি নেব। তবে এটি (সাকিবের অবসর) অবশ্যই বেদনাদায়ক।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা যেমন সিরিজটাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে, তেমনি সাকিব-বিদায়ের মঞ্চটাও বাড়তি গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। মিরাজের বিশ^াস, ভালো কিছুই হবে এবার, ‘এই দুটি টেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে। আমরা যদি এই দুটি ম্যাচ জিততে পারি তা হলে (পয়েন্ট টেবিলে) ভালো একটা অবস্থানে যেতে পারব।’ ভালো করার জন্য জুতসই প্রস্তুতিকেও বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন মিরাজ

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

লিটনের ফিফটিতে বড় জয় বাংলাদেশের

সাকিবের বিদায় রাঙাতে চান মিরাজ

আপডেট সময় ০৮:৫২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকা দল ঢাকায় পা রাখবে আগামীকাল। টিম বাংলাদেশের বিপক্ষে এবার তারা খেলবে দুই টেস্টের সিরিজ, যেটি মাঠে গড়াবে ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক এগোলে মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি হবে সাকিব আল হাসানের বিদায়ের মঞ্চ। ঘোষণাটা আগেই দিয়ে রেখেছেন তারকা অলরাউন্ডার।

ম্যাচ দুটি যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত, তাই পূর্ণ শক্তির দল নিয়েই আসছে দক্ষিণ আফ্রিকা। টিম বাংলাদেশও লড়বে তাদের সম্ভাব্য সেরা শক্তি নিয়ে। মিরপুরে মঙ্গলবার থেকে তো প্রস্তুতিও শুরু করে দিয়েছেন মুশফিক-মুমিনুলরা। যদিও সিরিজের দল এখনও ঘোষণা হয়নি। আজ-কালের মধ্যেই তা হয়ে যাওয়ার কথা। মঙ্গলবারই বৈঠক ছিল নির্বাচক প্যানেলের। দলে কাকে রাখা হবে, কাকে বাদ দেওয়া হবে-সেসবই আলোচনা হয়েছে সেখানে। তবে খেলোয়াড়দের তালিকা বিসিবিতে নির্বাচক কমিটি জমা দিয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে যে দলটা খেলেছে, দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে সেখান থেকে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। সেটি জেনে-বুঝেই কোচিং স্টাফের তত্ত্বাবধানে মুশফিকদের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদুল হাসান জয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলামরা। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ভারতে হতাশাজনক সফরের দুঃস্মৃতি ভুলে ঘরের মাঠে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ^াস তার। এ ছাড়া সিরিজটি যেহেতু সাকিব-বিদায়ের মঞ্চ, সেই মঞ্চকে রঙিন করার সর্বাত্মক চেষ্টাই চালাবে টাইগাররা, মিরাজ সেটিও জানিয়ে রাখলেন।

সাকিব-পরবর্তী যুগে মিরাজকেই তারকা অলরাউন্ডারের উত্তরসূরি ভাবা হচ্ছে। তিনি জানিয়ে দিলেন, বিদায়ি টেস্টে জয় উপহার দিতে চান সাকিবকে, ‘অবশ্যই (জয় উপহার দিতে চাই)। তিনি কিংবদন্তি খেলোয়াড় আর একজন কিংবদন্তি যখন দেশের মাটিতে অবসর নেবেন, এটি নিজের কাছেও অনেক ভালো লাগার ব্যাপার। …আমরা একসঙ্গে অনেক দিন ক্রিকেট খেলেছি। অবশ্যই সবার খারাপ লাগবে। প্রতিটি খেলোয়াড়েরই এমন দিন আসে। আজ হয়তো তিনি অবসর নিচ্ছেন, কাল হয়তো আমি নেব। তবে এটি (সাকিবের অবসর) অবশ্যই বেদনাদায়ক।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকা যেমন সিরিজটাকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছে, তেমনি সাকিব-বিদায়ের মঞ্চটাও বাড়তি গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। মিরাজের বিশ^াস, ভালো কিছুই হবে এবার, ‘এই দুটি টেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে। আমরা যদি এই দুটি ম্যাচ জিততে পারি তা হলে (পয়েন্ট টেবিলে) ভালো একটা অবস্থানে যেতে পারব।’ ভালো করার জন্য জুতসই প্রস্তুতিকেও বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন মিরাজ