দীর্ঘ অনাবৃষ্টির পর মঙ্গলবারের অল্প বৃষ্টিতেই টইটুম্বুর সিলেট নগরী। অলিগলির রাস্তায় হাঁটুজল। জলাবদ্ধতার পানি ঢুকে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রায় এক ঘণ্টায় ৬০ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক স্থায়ী এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে নগরীর স্টেশন রোড, তালতলা, জামতলা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুনামগঞ্জ রোড, লন্ডনি রোড, হাওয়াপাড়া এলাকায়।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবেই উন্নয়নকাজ চলছে। পাঠানটুলা-মদিনা মার্কেট এলাকায় আমরা দুই ভাগে ড্রেন করছি। আর ওই এলাকার সড়কটি হচ্ছে নিচু তাই এমন সমস্যা দেখা দিচ্ছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা আর থাকবে না।