লীগ ওয়ানে গতকালের ম্যাচটি পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে নম্বর দলের। যেটি জয় পেলে সবার উপরে থাকা পিএসজির অবস্থান আরো সুদৃঢ় হতো,অন্যদিকে দুইয়ে থাকা লাসের সুযোগ ছিল এই ম্যাচ জিতে পিএসজির সাথে ব্যবধান কমানোর।
পার্ক দে প্রিন্সেসে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে আলো ছড়ালেন মেসি ও এমবাপে। দুই বড় তারকার বড় তারকার নৈপুন্যে শিরোপা প্রতিদ্বন্দ্বীদের ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্রিস্তেফ গলতিয়ের দল।
আসরের সেরা দুই দলের লড়াইটা প্রথম আধঘন্টা ছিল সমানে সমান। ১৯ মিনিটে আবদুল সামেদের লাল কার্ড থেকে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লাস। চাপে পড়া অতিথিদের এরপর থেকে মেসি-এমবাপেরা দারুণ সব আক্রমণে প্রতিপক্ষকে আর ম্যাচে দাড়াতেই দেয়নি।৩১ মিনিটে ভিতিনিয়ার সাথে ওয়ান- টু- ওয়ান পাসে বক্সে জায়গা করে নেওয়া জোরালো সাথে দলকে লিড এনে দ এমবাপে।৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত শটে গোল পেয়ে যান ভিতিনিয়াও।
এর দুই মিনিট পরেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন মেসি।এমবাপের সাথে বল আদান-প্রদান করে বক্সের ভেতর ঢুকে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের নেওয়া কোনাকুনি শট আটকাতে পারেননি লাসের গোলরক্ষক।
এই গোলের মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করেছেন মেসি। দুজনের গোল এখন ৪৯৫টি করে।প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি পিএসজি। মেসি-এমবাপ্পে দুজনই পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাঁসের পক্ষে ব্যবধান ৩-১’এ নামিয়ে আনেন শেমেসোয়াফ ফ্রাঙ্কোভস্কি।
এই জয়ে ফ্রেঞ্চ লিগের শিরোপা দৌড়ে পরিষ্কার ব্যবধানে এগিয়েও গেল পিএসজি। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৭২, সমান ম্যাচ খেলে লাঁস ৬৩। এবারের মৌসুমে দুই দলের ৭টি করে ম্যাচ বাকি।