ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় গতকাল মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় ওবায়দুল কাদের ও পিটার হাস বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন বৈঠকে তিনি পিটার হাসকে বলেছেন বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না।
পিটার হাসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে টুইটে তিনটি ছবি পোস্ট করা হয়েছে। টুইটারে বলা হয় রাষ্ট্রদূত পিটার ডি হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেমের জনগণের সাথে জনগণের সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
বৈঠক থেকে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে মাথা থেকে তত্ত্বাবধায়কের ভূত নামাতে হবে। ওই ভূত না নামলে জনগণ বিএনপিকে গ্রহণ করবে না। আমেরিকান রাষ্ট্রদূতকে বলে এসেছি বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না; এটা সম্ভব না। সরকার এখানে আর ফেরত যাবে না।
বৈঠক প্রসঙ্গে রাষ্ট্রদূত পিটার হাসের টুইটে বলা হয়, মন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাণিজ্য, জনগণের মধ্যে সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ভাগাভাগি করে নেওয়া গুরুত্বপূর্ণ কাজের পরিধি নিয়ে আলোচনা হয়েছে।
আওয়ামীলীগের এই প্রতিনিধিদলে ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব) ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাতও উপস্থিত ছিলেন।
লালবাগ কেল্লার হাম্মাম খানা সংস্কার : এদিকে ঢাকাস্থা মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি সম্প্রতি সংস্কার ও পুনরুদ্ধার করা পুরনো ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত মুঘল আমলের হাম্মাম খানা (বিশেষ ধরনের গোসলের স্থান) উদ্বোধন করেন। ২০২১ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কার্যক্রমের আওতায় দুই বছর মেয়াদী পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজটি শুরু হয়। ১৭ শতকে তৈরি প্রাচীণ লালবাগ দুর্গের তিনটি প্রধান কাঠামোর অন্যতম মুঘল হাম্মাম খানার পুনরুদ্ধার ও স্থাপত্য কলার নথিবদ্ধকরণের কাজে এএফসিপি তহবিল থেকে মোট এক লাখ ৮৫ হাজার ৯৩৩ আমেরিকান ডলার (প্রায় ২ কোটি টাকা) খরচ করা হয়েছে।
পুনরুদ্ধার করা মুঘল হাম্মাম খানা উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত ‘রেস্টরিং, রেট্রোফিটিং অ্যান্ড থ্রিডি আর্কিটেকচারাল ডকুমেন্টেশন অফ হিস্টোরিকাল মুঘল-এরা হাম্মাম খানা অ্যাট লালবাগ ফোর্ট’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে রাষ্ট্রদূত হাস বলেন, ‘বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্রের প্রসার, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার। আগামী প্রজন্মের জন্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
প্রেস বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগগুলোর অন্যতম হলো অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)। গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশে ১১টি এএফসিপি প্রকল্পকে সহায়তা দিয়েছে। এই সহায়তার মোট প্রকল্প মূল্য প্রায় ৬ কোটি টাকা (৫,৭৬,০০০ আমেরিকান ডলার)।
এর আগে আহমদিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। টুইটে বলা হয়, রাষ্ট্রদূত হাস আহমদিয়া নেতাদের সাথে তাদের দৃষ্টিভঙ্গি শোনার জন্য এবং বাংলাদেশে সম্প্রদায়ের অভিজ্ঞতা সম্পর্কে আরো জানতে আমদিয়া সম্প্রদায়ের উপাসনালয় পরিদর্শন করেছেন। বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে এবং ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করে।