ঢাকা , বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তারাবির নামাজ থেকে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ Logo ৬ বছর জিতের সঙ্গে সম্পর্কে ছিলাম, বিচ্ছেদের পর মেয়েও আমাকে বকেছে Logo বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল জুনিয়র! Logo বোয়াও সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা Logo ৩ বছরে ইউক্রেনে নিহত ১২ হাজার ৮ শতাধিক বেসামরিক : জাতিসংঘ Logo জেলা কৃষকদলের ৭৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা Logo নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন Logo ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই : মামুন মাহমুদ Logo সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার Logo ফতুল্লায় আ’লীগ চেয়ারম্যানের চিপস প্যাকেট তৈরির কারখানায় অগ্নিকান্ড

অনুশোচনায় ভুগছেন পরীমণি

অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। দাম্পত্য জীবনের টানাপড়েনে গত বছর ভেঙে যায় শরিফুল রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে দিন পার করছিলেন তিনি। এর মধ্যেই কন্যাসন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগৎ নিয়েই আছেন পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

পরীমণি বলেন, একটা ভুল করে ফেলেছি। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে। আমার কোলের মধ্যে ঘুমাত। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।

এই অভিনেত্রী বলেন, এরপর যখন আমার ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইত। আমি ভয় পেতাম। পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং আমি খেয়াল করলাম ছেলেও পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটি আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে! সবাইকে সতর্ক করে এই অভিনেত্রী বলেন, কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল যেটি আমাকে অনেক গিল্টিতে ফেলে দিল। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনও কাটেনি! আমার মতো এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার। এদিকে ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিরিজ রঙ্গিলা কিতাব। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। এতে পরীমণির বিপরীতে আছেন ইমরান।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

তারাবির নামাজ থেকে ফিরে দেখলেন বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ

অনুশোচনায় ভুগছেন পরীমণি

আপডেট সময় ১১:০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। দাম্পত্য জীবনের টানাপড়েনে গত বছর ভেঙে যায় শরিফুল রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে দিন পার করছিলেন তিনি। এর মধ্যেই কন্যাসন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগৎ নিয়েই আছেন পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

পরীমণি বলেন, একটা ভুল করে ফেলেছি। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে। আমার কোলের মধ্যে ঘুমাত। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।

এই অভিনেত্রী বলেন, এরপর যখন আমার ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইত। আমি ভয় পেতাম। পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং আমি খেয়াল করলাম ছেলেও পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটি আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে! সবাইকে সতর্ক করে এই অভিনেত্রী বলেন, কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল যেটি আমাকে অনেক গিল্টিতে ফেলে দিল। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনও কাটেনি! আমার মতো এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার। এদিকে ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিরিজ রঙ্গিলা কিতাব। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। এতে পরীমণির বিপরীতে আছেন ইমরান।