ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

বুধবার রাতে বেসামরিক নাগরিকরা যখন ঘুমিয়ে ছিল, তখন ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্যাপক এই হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

পাঁচ মাস আগে মস্কো ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে। ফেব্রুয়ারির মাঝামাঝির পর থেকে বুধবারই বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া।

কিয়েভ জানিয়েছে, রাশিয়া বুধবার যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে ছোট আকারের ছয়টি হাইপারসনিক কিনজল ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল। তারা প্রথমবারের মতো এতগুলো কিনজল ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে। এগুলো ধ্বংস করার কোনও উপায় ইউক্রেনের বাহিনীর কাছে নেই।

হামলার সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দখলকারীরা কেবল বেসামরিক নাগরিকদের ভয় দেখাতে পারে। তারা যা করার তা-ই করতে পারে। কিন্তু এটি তাদের সাহায্য করবে না। তারা যা করেছে তার দায় এড়ানো যাবে না।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত সপ্তাহে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গ্রামে আন্তঃসীমান্ত অভিযানের প্রতিশোধ হিসাবে ইউক্রেনের অবকাঠামোতে ‘বিশাল প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে।

মস্কো বলেছে, ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে তাদের অভিযানের উদ্দেশ্য হচ্ছে কিয়েভের যুদ্ধক্ষমতা হ্রাস করা।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৪:০৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩

বুধবার রাতে বেসামরিক নাগরিকরা যখন ঘুমিয়ে ছিল, তখন ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্যাপক এই হামলায় অন্তত ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স।

পাঁচ মাস আগে মস্কো ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো শুরু করে। ফেব্রুয়ারির মাঝামাঝির পর থেকে বুধবারই বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া।

কিয়েভ জানিয়েছে, রাশিয়া বুধবার যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে ছোট আকারের ছয়টি হাইপারসনিক কিনজল ক্রুজ ক্ষেপণাস্ত্রও ছিল। তারা প্রথমবারের মতো এতগুলো কিনজল ক্ষেপণাস্ত্রের মুখোমুখি হয়েছে। এগুলো ধ্বংস করার কোনও উপায় ইউক্রেনের বাহিনীর কাছে নেই।

হামলার সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘দখলকারীরা কেবল বেসামরিক নাগরিকদের ভয় দেখাতে পারে। তারা যা করার তা-ই করতে পারে। কিন্তু এটি তাদের সাহায্য করবে না। তারা যা করেছে তার দায় এড়ানো যাবে না।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত সপ্তাহে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের একটি গ্রামে আন্তঃসীমান্ত অভিযানের প্রতিশোধ হিসাবে ইউক্রেনের অবকাঠামোতে ‘বিশাল প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে।

মস্কো বলেছে, ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে তাদের অভিযানের উদ্দেশ্য হচ্ছে কিয়েভের যুদ্ধক্ষমতা হ্রাস করা।