সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে শাহবাজ শরিফের সরকার। ‘সার্বিক নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় লাহারে আগামী ৭ দিন সব ধরনের বিক্ষোভ ও সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ।
বুধবার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লাহোরজুড়ে সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল, বিক্ষোভসহ অন্যান্য রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ।
আজ বুধবার লাহোরে বড় ধরনের সমাবেশের ডাক দেয় ইমরান খানের দল পিটিআই। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় পিটিআইয়ের বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। মল রোডে ১৪৪ ধারা উপেক্ষা করে বিক্ষোভ বের করলে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। পিটাইয়ের কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার পুলিশ।
গত ৬ মার্চ ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন প্রচারে নিষেধাজ্ঞা জারি করে দেশটির ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি (পিইএমআরএ)। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ আনা হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের বিরুদ্ধে।