৩১ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় মদনগঞ্জস্থীত বন্দর থানা আনসার ও ভিডিপি ক্লাবে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা বন্দর থানা কমিটির উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি আল সাজিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ’র সবুজবাগ থানা শাখার সমন্বয়ক মো. হৃদয় খান, নারায়ণগঞ্জ জেলা প্রধান সমন্বয়ক নূর এ আজাদ।
এতে উপস্থিত ছিলেন, বন্দর থানা সমন্বয়ক মো. সামসুল ইসলাম, সহ সভাপতি সামসুল হক দেওয়ান (সোহাগ), সাধারণ সম্পাদক মাসুম রানা, অর্থ সম্পাদক সাহাদৎ হোসেন নিশাত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের আগমন। তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে মানুষ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রকোপে নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠেছে অনিশ্চিত, অপরদিকে শীতে তাদের জীবনে নেমে এসেছে দুর্বিষহ অভিশাপ। ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বস্তিতে অবস্থান করা হতদরিদ্র মানুষের দিকে তাকালেই অনুভব করা যায় তাদের কষ্ট ও যন্ত্রণা আর এ সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে প্রতিক্ষণ পরিবারের সদস্যরা।
কম্বল বিতরণ কালে প্রতিক্ষণের প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজেদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন
মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমরা যদি প্রত্যেকে অন্তত একজনের পাশে দাঁড়াই, তাহলে দশজন দশজনের পাশে দাঁড়ানো হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। একজন মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সে মানবসেবায় নিজেকে বিলিয়ে দেয়। তাই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, একটি কম্বল এর মূল্য যদি ২৫০/- বা ৩০০/- টাকা হয় আর আপনারা যদি সর্বনিম্ন ১ জনে ১ টি কম্বল এর মূল্য দিতে পারবেন। তবে আপনাদের পাঠানো আমানত আমরা সঠিক জনের হাতে পৌঁছে দিব। ইনশাআল্লাহ।