হাফেজ আব্দুল মোমিন: অদ্য ৩১/০১/২০২৫ ইং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর কতৃক স্বাগত মিছিল অনুষ্ঠিত।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্না এর সঞ্চালনায় বিকাল ৪.৩০ মিনিটে খানপুর হসপিটাল এর সামনে থেকে শুরু হয়ে চাষাড়া গোল চত্ত্বর প্রদক্ষিণ করে মিশন পাড়া মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হাফেজ আব্দুল মোমিন বলেন- গত ফ্যাসিস্ট আমলে শ্রমিকদের কে গড-ফাদার বাহিনি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, জুলাই অভূত্থানের পরে কাউকে আর সে সুযোগ দেয়া হবেনা, আর কোন চাঁদাবাজ ও গড-ফাদারদের ঠাই নারায়ণগঞ্জ সহ এই নতুন বাংলাদেশে হবেনা। আগামী ৭ তারিখ ফেডারেশনের প্রধান উপদেষ্টার আগমন কে সাফল্যমণ্ডিত করার জন্য শ্রমিক-জনতা সহ সকলকে উদাত্ত আহবান জানান। উল্লেখ্য ওসমানী পৌর স্টেডিয়ামে ৭ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা, মহানগরী জামায়াতের বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতা কর্মী বক্তব্য রাখবেন।
অন্যান্যদের মত বক্তব্য দেন, নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সাধারন সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা সভাপতি মোশাররফ হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা সভাপতি ইকবাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফায়সুল, মোশাররফ হোসাইন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, খোরশেদ আলম রবিন, নির্বাহী সদস্য এরশাদ খান সহ বিভিন্ন থানা সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। বিপুল সংখ্যক নেতা কর্মী লিফলেট বিতরণ ও মিছিলে অংশগ্রহণ করে।