ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। অস্ত্র সহায়তার বদলে যুদ্ধ থামাতে বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে শলৎজ বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক।’

অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোনও নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও যুক্ত হয়নি তারা।

ভারতের নয়া দিল্লীতে আয়োজিত এ বছরের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার চালানো অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। রাশিয়া দাবি করেছে, এই সম্মেলনকে একটি প্রহসনে পরিণত করেছে পশ্চিমা বিশ্ব।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি জার্মানির আহ্বান

আপডেট সময় ০৪:১৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

রাশিয়াকে অস্ত্র না দিতে চীনের প্রতি আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎজ। অস্ত্র সহায়তার বদলে যুদ্ধ থামাতে বেইজিংকে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে শলৎজ বলেন, ‘ইউক্রেনে রুশ হামলা নিয়ে রাশিয়ার প্রতি চীনের নিন্দা না জানানোর বিষয়টি দুঃখজনক।’

অবশ্য বক্তব্যে পারমাণবিক যুদ্ধ রুখতে চীনের প্রচেষ্টার প্রতি সাধুবাদও জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় যে বৈশ্বিক বিভাজন সৃষ্টি করেছে তা বক্তব্যে তুলে ধরেন তিনি।

ইউক্রেনে রুশ হামলা ও অব্যাহত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে চীন ও ভারত কোনও নিন্দা জানানো থেকে বিরত থেকেছে শুরু থেকেই। যুদ্ধের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও যুক্ত হয়নি তারা।

ভারতের নয়া দিল্লীতে আয়োজিত এ বছরের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রাশিয়ার চালানো অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে জার্মানি। রাশিয়া দাবি করেছে, এই সম্মেলনকে একটি প্রহসনে পরিণত করেছে পশ্চিমা বিশ্ব।