ঢাকা , সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রেনে ময়লার পাইপ ঢুকানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাঁচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ। তিনি জানান, নিহত এবং প্রতিপক্ষের লোকজনের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে তাদের বাসার সামনে দিয়ে নির্মিত নতুন ড্রেনে ময়লার পাইক ঢুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে আপন দুই ভাই নিহত হয় এবং আরেকজন আহত হয়।

তিনি বলেন, হামলাকারীরা সবাই পালিয়ে গেছে, আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কারের কাজ করাকে কেন্দ্র করে তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন মিলে সানী, রনি ও রফিকুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ ঘোষণা

সোনারগাঁয়ে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৩:৩২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রেনে ময়লার পাইপ ঢুকানোকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাঁচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ। তিনি জানান, নিহত এবং প্রতিপক্ষের লোকজনের মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিলো। সেই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে তাদের বাসার সামনে দিয়ে নির্মিত নতুন ড্রেনে ময়লার পাইক ঢুকানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে আপন দুই ভাই নিহত হয় এবং আরেকজন আহত হয়।

তিনি বলেন, হামলাকারীরা সবাই পালিয়ে গেছে, আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্ত চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে তাদের বাসার সামনে ময়লার ড্রেনের সংস্কারের কাজ করাকে কেন্দ্র করে তাদের চাচা মহিউদ্দিন ও তার ছেলে মোস্তফাসহ আরও কয়েকজন মিলে সানী, রনি ও রফিকুলকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে সানী ও রনির মৃত্যু হয়।