পটুয়াখালীতে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়েছে বিএনপির পদযাত্রা। বিএনপির দাবি, এ ঘটনায় তাদের ছয় নেতাকর্মী আহত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় পৌর শহরের বনানী বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে পদযাত্রার আহ্বান করে জেলা বিএনপি। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে পদযাত্রাসহ জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করে পৌর শহরের দিকে রওনা দেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করেছে। এতে আমাদের ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন।’
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।