এমএনএ আজাদ: প্রতি বছরের ন্যায় এবারও বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্বাবধানে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ২ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার বন্দর উপজেলা মিলনায়তনে বেলা ২ টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে ও বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ’র সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার নারায়ণগঞ্জ উপপরিচালক (উপসচিব) ড. মো. মনিরুজ্জামান।
প্রথমে প্রধান অতিথি ড. মো. মনিরুজ্জামান এবং বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়ে একসাথে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বিজ্ঞান মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত বিষয় বস্তুর উপর বক্তব্য শুনেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। এবারের বিজ্ঞান মেলায় বন্দর উপজেলার ১২ টি স্কুল এবং ৪ টি কলেজ অংশগ্রহন করেন। ১৬ টি ষ্টলে তাদের সর্বশক্তি ও মেধা খাটিয়ে নতুন নতুন আবিষ্কার করে প্রদর্শন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ভিত্তিক শিক্ষনীয় বক্তব্য রাখেন, বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইউম খান, প্রানী সম্পদ অফিসার ডা. সরকার আশ্রাফুল ইসলাম।