ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ধলেশ্বরী ও শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতনামা ৩ লাশ উদ্ধার Logo তারেক রহমান ১৬বছর স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে : মুহাম্মাদ সাদরিল Logo জুলাই আগস্টের অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে শোক র‍্যালী Logo নারায়ণগঞ্জে হকার্স মার্কেটে আগুনে পুড়লো ৩০ দোকান Logo আইভী ৬ কোটি টাকা বেতন পেয়ে ২৫ কোটি টাকায় বাড়ি বানিয়েছেন : সাখাওয়াত Logo বন্দরে ডকইয়ার্ড শ্রমিক নূর হোসেন নিহত Logo বিএনপি নেতা আলোচিত সন্ত্রাসী আকরাম জালিয়াতির দুই মামলায় গ্রেপ্তার Logo বিক্ষোভ সমাবেশে শত ” শত নেতাকর্মী নিয়ে যোগদান করেন মোঃ আব্দুল্লাহ হক শাকুর Logo ছক কষে অপেক্ষায় ছিল আ.লীগ, অন্য জেলার নেতাকর্মীরাও জড়ো হন গোপালগঞ্জে Logo শান্ত-লিটনদের জন্য পাওয়ার হিটিংয়ে প্রসিদ্ধ কোচ আনছে বিসিবি!

মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়: রাজীব আহসান

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, এরা কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো।

মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এ সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এ চেতনা একদিনে তৈরি হয় না। নষ্ট কিন্তু খুব সহজেই হয়। মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শহরের ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল ও রেনেসাঁ ল্যাবের সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজীব আহসান বলেন, নারায়ণগঞ্জ মহানগরে চারটি থানা আছে। আজকের পর চারটি নতুন কমিটি হবে। ঢাকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুয়েকটি জায়গার মধ্যে একটি নারায়ণগঞ্জ। গত ১৭ বছরে স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছে। যখন অনেকে ছিল না। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেসময়ও রানা, বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল। সংখ্যায় যতই হোক, তারা রাজপথে ছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগরে যে নেতারা আছেন, দল থেকে যে ভালোবাসা অর্জন করেছেন তার কতটা রক্ষা করতে পেরেছেন তা দেখার বিষয়। জনগণের আস্থা নষ্ট করা যাবে না। দলের নেতৃত্ব আমার হাতে, এটি একটি আমানত। এর জবাবদিহি দলের হাইকমান্ডের কাছে করতে হবে। ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ না। কিন্তু সবাইকে নিয়েই দলটা করতে হবে। নেতৃত্বে যিনি আছেন তাকে মেনেই দল করতে হবে। নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না। নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলতেন ‘খেলা হবে’। যখন খেলা শুরু হলো তাদের আর পাওয়া যায়নি। র‍্যাব-পুলিশ সঙ্গে নিয়ে বলা যায় ‘খেলা হবে’। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।

তিনি আরও বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এগুলো স্রেফ কুতর্ক। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। অথবা আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

রাজীব আহসান বলেন, আমরা অনেক সহযোদ্ধাদের সঙ্গে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করেন না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ধলেশ্বরী ও শীতলক্ষ্যা থেকে অজ্ঞাতনামা ৩ লাশ উদ্ধার

মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়: রাজীব আহসান

আপডেট সময় ১০:১৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, এরা কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো।

মানুষ এগুলো ভালোভাবে নেয় না। ২৪ এর আন্দোলনে বাচ্চারা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। এ সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা মানুষের চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এ চেতনা একদিনে তৈরি হয় না। নষ্ট কিন্তু খুব সহজেই হয়। মানুষ ভোটাধিকার চায়, মুখ ফুটে কথা বলতে চায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শহরের ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল ও রেনেসাঁ ল্যাবের সামনের সড়কে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজীব আহসান বলেন, নারায়ণগঞ্জ মহানগরে চারটি থানা আছে। আজকের পর চারটি নতুন কমিটি হবে। ঢাকার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুয়েকটি জায়গার মধ্যে একটি নারায়ণগঞ্জ। গত ১৭ বছরে স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করেছে। যখন অনেকে ছিল না। পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেসময়ও রানা, বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল রাজপথে ছিল। সংখ্যায় যতই হোক, তারা রাজপথে ছিল।

তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগরে যে নেতারা আছেন, দল থেকে যে ভালোবাসা অর্জন করেছেন তার কতটা রক্ষা করতে পেরেছেন তা দেখার বিষয়। জনগণের আস্থা নষ্ট করা যাবে না। দলের নেতৃত্ব আমার হাতে, এটি একটি আমানত। এর জবাবদিহি দলের হাইকমান্ডের কাছে করতে হবে। ভুলত্রুটির ঊর্ধ্বে কেউ না। কিন্তু সবাইকে নিয়েই দলটা করতে হবে। নেতৃত্বে যিনি আছেন তাকে মেনেই দল করতে হবে। নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না। নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলতেন ‘খেলা হবে’। যখন খেলা শুরু হলো তাদের আর পাওয়া যায়নি। র‍্যাব-পুলিশ সঙ্গে নিয়ে বলা যায় ‘খেলা হবে’। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।

তিনি আরও বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এগুলো স্রেফ কুতর্ক। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। অথবা আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

রাজীব আহসান বলেন, আমরা অনেক সহযোদ্ধাদের সঙ্গে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সঙ্গে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করেন না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।