ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ Logo বেনারসি, ভারী গহনায় চমকে দিলেন পরীমণি Logo সিরিজ জয়ে চোখ বাংলাদেশের Logo বই পড়ার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় : ডিসি Logo সোনারগাঁয়ে ৩ টি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন Logo নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের সামনে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে Logo পানিতে তলিয়ে আছে সিদ্ধিরগঞ্জের ইকবাল গ্রুপ, কোটি কোটি টাকার ক্ষতি, ব্যবস্থা নেওয়া হবে সিইও Logo রূপগঞ্জ মধুখালি তিনরাস্তার মোড়ে সন্ত্রাসী চাঁদাবাজদের উৎপাত; প্রশাসনের নজরদারি প্রয়োজন Logo রূপগঞ্জে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে মশাল মিছিল নিহত সোহাগসহ সব হত্যার বিচার দাবি Logo এবার কি অন্যের ঘরভাঙার কারণ হচ্ছেন সামান্থা?

সৌদিতে বাড়ছে রোনালদো অধ্যায়!

ফুটবল বিশ্বে মহাতারকাদের একজন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। সবুজ গালিচায় দাপুটে নৈপুণ্য দেখিয়ে ক্লাব ও জাতীয় পর্যায়ের ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। ব্যক্তিগত অর্জনেও সর্বসেবা সিআরসেভেন। মর্যাদাকর ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন পাঁচবার। এতসব সাফল্যের মাঝে ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে পা রেখেছিলেন সৌদি আরবে।

আড়াই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানা বদলে আল-নাসরের ডেরায় ঠাঁই নিয়েছিলেন। তাতে অবশ্য পুরো দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। মরুর বুকে ফুটবল জোয়ার ছড়িয়ে দেওয়ার প্রতিদানে বছরপ্রতি ১৭৩ মিলিয়ন ইউরো পেতেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে গিয়েছিলেন। এবার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

চমকের অপেক্ষা
গ্রীষ্মেই আল নাসরের সঙ্গে রোনালদো বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর তাকে দলে নিতে চোখ রাখবে ক্লাবগুলো, বিশেষ করে সৌদির ক্লাবগুলোই নজর রাখবে বেশি। তবে স্থানীয় সংবাদমাধ্যম আল খাবার এবং ও পর্তুগিজ গণমাধ্যম জোগোর প্রতিবেদন বলছে আল-নাসরের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করার জন্য সম্মত হয়েছেন রোনালদো।

এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে তিনি পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন। প্রতিবেদনের খবর বলছে সিআরসেভেনকে দলে টানতে আগ্রহী ছিল ওই লিগেরই প্রথম সারির দল আল হিলাল। যেখানে বর্তমানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার খেলছেন।

মোটা অঙ্কের টাকার হাতছানি
গুঞ্জন আছে, আল-নাসরের সঙ্গে চুক্তি বাড়াবেন না রোনালদো। বরং দলবদলের বাজারে অর্থমূল্য বাড়াতে চান। কেননা, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় অঙ্কের টাকা ব্যয় করবে সৌদি প্রো লিগের দলগুলো। বর্তমান ক্লাব আল-নাসরও সেই দলে শামিল হবে। এসব বিবেচনা রেখে মোটা অর্থ আয়ের দিকে ঝোঁকার সম্ভাবনা বেশি রোনালদোর।

ডাকছে মাইলফলক
আল-নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সবমিলিয়ে ২০ ম্যাচে রোনালদো ১৭ গোল করেছেন। সবমিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে করেছেন ৮১ গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি। এবার তাকে ডাকছে অনন্য এক মাইলফলক। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর আল-নাসরের হয়ে শততম গোল করার কীর্তি ছোঁয়ার।

সৌদিতে পা রাখার আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আশঙ্কা করেছিলেন। ধীরে ধীরে মানিয়ে নিয়ে সৌদি প্রো লিগের অন্যতম সেরা পারফরমার রোনালদোই। মরুর দেশে দাপিয়ে বেড়ানোর ক্ষণটা নিজেও বাড়াতে চান। এখন দেখার বিষয়, রোনালদোর চাওয়া কতটা বাস্তবে রূপ নেয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছেন ট্রাম্প, পুতিনকে নিয়ে অসন্তোষ

সৌদিতে বাড়ছে রোনালদো অধ্যায়!

আপডেট সময় ১১:০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

ফুটবল বিশ্বে মহাতারকাদের একজন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। সবুজ গালিচায় দাপুটে নৈপুণ্য দেখিয়ে ক্লাব ও জাতীয় পর্যায়ের ফুটবলে জিতেছেন অসংখ্য ট্রফি। ব্যক্তিগত অর্জনেও সর্বসেবা সিআরসেভেন। মর্যাদাকর ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন পাঁচবার। এতসব সাফল্যের মাঝে ২০২৩ সালে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় বলে পা রেখেছিলেন সৌদি আরবে।

আড়াই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ঠিকানা বদলে আল-নাসরের ডেরায় ঠাঁই নিয়েছিলেন। তাতে অবশ্য পুরো দুনিয়ায় হইচই পড়ে গিয়েছিল। মরুর বুকে ফুটবল জোয়ার ছড়িয়ে দেওয়ার প্রতিদানে বছরপ্রতি ১৭৩ মিলিয়ন ইউরো পেতেন রোনালদো। এতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার বনে গিয়েছিলেন। এবার ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সংবাদ প্রকাশ করেছে সৌদি আরবের স্থানীয় কিছু সংবাদমাধ্যম।

চমকের অপেক্ষা
গ্রীষ্মেই আল নাসরের সঙ্গে রোনালদো বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর তাকে দলে নিতে চোখ রাখবে ক্লাবগুলো, বিশেষ করে সৌদির ক্লাবগুলোই নজর রাখবে বেশি। তবে স্থানীয় সংবাদমাধ্যম আল খাবার এবং ও পর্তুগিজ গণমাধ্যম জোগোর প্রতিবেদন বলছে আল-নাসরের সঙ্গে সম্পর্ক দীর্ঘায়িত করার জন্য সম্মত হয়েছেন রোনালদো।

এক মৌসুমের জন্য নতুন চুক্তিতে তিনি পাবেন ১৮৩ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় হয় ২২৬৭ কোটি টাকা। রোনালদো প্রতি মাসে ১৫.২৫ মিলিয়ন, সপ্তাহে ৩.৮ মিলিয়ন এবং প্রতিদিন এর হিসেবে ৫ লাখ ৫৫ হাজার ইউরো পাবেন। প্রতিবেদনের খবর বলছে সিআরসেভেনকে দলে টানতে আগ্রহী ছিল ওই লিগেরই প্রথম সারির দল আল হিলাল। যেখানে বর্তমানে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার খেলছেন।

মোটা অঙ্কের টাকার হাতছানি
গুঞ্জন আছে, আল-নাসরের সঙ্গে চুক্তি বাড়াবেন না রোনালদো। বরং দলবদলের বাজারে অর্থমূল্য বাড়াতে চান। কেননা, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় অঙ্কের টাকা ব্যয় করবে সৌদি প্রো লিগের দলগুলো। বর্তমান ক্লাব আল-নাসরও সেই দলে শামিল হবে। এসব বিবেচনা রেখে মোটা অর্থ আয়ের দিকে ঝোঁকার সম্ভাবনা বেশি রোনালদোর।

ডাকছে মাইলফলক
আল-নাসরের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সবমিলিয়ে ২০ ম্যাচে রোনালদো ১৭ গোল করেছেন। সবমিলিয়ে ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৯০ ম্যাচে করেছেন ৮১ গোল। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি। এবার তাকে ডাকছে অনন্য এক মাইলফলক। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর আল-নাসরের হয়ে শততম গোল করার কীর্তি ছোঁয়ার।

সৌদিতে পা রাখার আগে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার আশঙ্কা করেছিলেন। ধীরে ধীরে মানিয়ে নিয়ে সৌদি প্রো লিগের অন্যতম সেরা পারফরমার রোনালদোই। মরুর দেশে দাপিয়ে বেড়ানোর ক্ষণটা নিজেও বাড়াতে চান। এখন দেখার বিষয়, রোনালদোর চাওয়া কতটা বাস্তবে রূপ নেয়।