ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না: কিরণ

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন, আমরা (বিএনপি) শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, জমি দখলকারীরা আমার (বিএনপি) কর্মী হতে পারে না।

তিনি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়ায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনও আইনকে নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ নেবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনো ভাবে আইনকে হাতে তুলে নেবে না।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির কর্মী হতে পারে না: কিরণ

আপডেট সময় ০৯:৪৯:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেছেন, আমরা (বিএনপি) শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। তাই কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, জমি দখলকারীরা আমার (বিএনপি) কর্মী হতে পারে না।

তিনি বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আপনারা সবাই সজাগ থাকবেন।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঢালীপাড়ায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, যারা দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনও আইনকে নিজের হাতে তুলে নেব না। আইন অনুযায়ী যতটুকু সম্ভব বিচার বিভাগ পদক্ষেপ নেবে আইনের মাধ্যমে। কিন্তু কেউ কোনো ভাবে আইনকে হাতে তুলে নেবে না।