নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার সামর্থ্য পুলিশের রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ‘প্রতিদিন আমাদের কাছে নিত্য নতুন চ্যালেঞ্জ আসে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ্য ও সক্ষমতা আমাদের রয়েছে। সেটা দিয়ে আমরা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করে যাবো।’
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো কর্মসূচির নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘রাজনীতিক দল যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে। তবে কেউ যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায়, সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে মানুষের ওপর আক্রমণ করে অগ্নিসংযোগ বা অপরাধমূলক কাজ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি বলেন, ‘সেই সক্ষমতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের আছে। অতীতে যেভাবে আমরা সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছি, আগামী দিনেও যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত রয়েছে।’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ আরও অনেকে।