ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান

নারায়ণগঞ্জের চালের আড়তে ভোক্তা অধিকার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শহরের নিতাইগঞ্জ এলাকায় বিভিন্ন চালের আড়তে এ যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময়ে তারা বিভিন্ন চালের আড়তে ঘুরে ঘুরে চালের দাম সম্পর্কে অবহিত হয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও সহকারী পরিচালক ভোক্তা অধিকার হৃদয় রঞ্জন বণিক।

এ সময় নিতাইগঞ্জের চালের বাজারে বিভিন্ন চালের আড়তে দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয় করেন। হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ জানতে চান তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বলেন, হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা এখানে এসেছি বাজারটি তদারকি করার জন্য। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছি যাতে দাম আরও বৃদ্ধি পেতে না পারে। তবে, এখানে কেউই উৎপাদনকারী নেই। দামটি মূলত নির্ভর করে বাইরের বাজারের ওপর, সেখানে দাম বাড়লে নিতাইগঞ্জ এবং ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যায়।

নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহা বলেন, আমরা এখানে কোনো কিছু উৎপাদন করি না। মিল মালিকরা যেভাবে দাম নির্ধারণ করে তার থেকে সামান্য কিছু লাভ করে আমরা বিক্রি করি।

অভিযানে কোনো চালের আড়তকে জরিমানা করা হয়নি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে চালের বাজারে অভিযান

আপডেট সময় ১১:২৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের চালের আড়তে ভোক্তা অধিকার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যৌথ অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শহরের নিতাইগঞ্জ এলাকায় বিভিন্ন চালের আড়তে এ যৌথ অভিযানটি পরিচালনা করা হয়।

এ সময়ে তারা বিভিন্ন চালের আড়তে ঘুরে ঘুরে চালের দাম সম্পর্কে অবহিত হয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।
অভিযানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন ও সহকারী পরিচালক ভোক্তা অধিকার হৃদয় রঞ্জন বণিক।

এ সময় নিতাইগঞ্জের চালের বাজারে বিভিন্ন চালের আড়তে দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিয় করেন। হঠাৎ করে চালের দাম বৃদ্ধির কারণ জানতে চান তারা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন বলেন, হঠাৎ করে চালের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা এখানে এসেছি বাজারটি তদারকি করার জন্য। একই সঙ্গে আমরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করছি যাতে দাম আরও বৃদ্ধি পেতে না পারে। তবে, এখানে কেউই উৎপাদনকারী নেই। দামটি মূলত নির্ভর করে বাইরের বাজারের ওপর, সেখানে দাম বাড়লে নিতাইগঞ্জ এবং ভোক্তা পর্যায়ে দাম বেড়ে যায়।

নিতাইগঞ্জ পাইকারি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শংকর সাহা বলেন, আমরা এখানে কোনো কিছু উৎপাদন করি না। মিল মালিকরা যেভাবে দাম নির্ধারণ করে তার থেকে সামান্য কিছু লাভ করে আমরা বিক্রি করি।

অভিযানে কোনো চালের আড়তকে জরিমানা করা হয়নি।