রাজু খন্দকার : নারায়ণগঞ্জে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভাই ও ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যার মিথ্যা মামলা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন সহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি ২০২৫) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।
এদিকে ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খাঁন বেকসুর খালাস পাওয়ার সদর থানা জাসাস যুগ্ম সম্পাদক আবু সাহেল আহাম্মেদ সনেট ও ফয়সাল আহমেদ হৃদয় সদর থানা যুবদল নেতা উদ্যোগে আদালতপাড়ায় আনন্দ মিছিল করেন।
এ সময় আবু সাহেল আহাম্মেদ সনেট সাংবাদিকদের বলেন, আমাদের নেতা জাকির খাঁন সাহেবকে রাজনীতির কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িত করেন। কিন্তু আমরা জানতাম তিনি নির্দোষ , সত্য কখনোই চাপা থাকে না। সকলের দোয়ায় আমাদের নেতা জাকির খাঁন সাহেব আজ এত বছর পর হলেও সাব্বির আলম খন্দকার হত্যার মিথ্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া কামনা করছি এবং দেশবাসী সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,সানি খন্দকার,জুম্মান আহমেদ,রকি খন্দকার,কাশিপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সভাপতি বাবুল হোসেন বাবু, সদর থানা জাসাস ক্রিয়া ও শিশু বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন হোসেন বাবু, ছাত্রদল নেতা সাব্বির, যুবদল নেতা সোহান, বাবু, সাজু খন্দকার, ডাক্তার নুন্নবী, নবিন,অমিত,পিয়াস, জান্নাত ও আল আমিন সহ নেতৃবৃন্দ প্রমুখ।