ঢাকা , বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ফেনীর দুই উপজেলায় প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম Logo পুতিন অনেক মানুষ হত্যা করছেন : ট্রাম্প Logo মেকআপ না করলে বেশি খুশি হই : সাদিয়া আয়মান Logo ব্যাটিং ব্যর্থতায় ৯৯ রানে হারল বাংলাদেশ Logo বিক্ষোভ দমনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা Logo নারায়ণগঞ্জে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের অবস্থান কর্মসূচি পালিত Logo জুলাই আনন্দের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo সাংবাদিকদের সাথে রুপগঞ্জ বিএনপি নেতা শরীফ আহমেদ টুটুলের মতবিনিময় Logo বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি Logo শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে

শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, আছেন অন্য জেলার লোকও

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ১৫৬ জনের নাম উল্লেখ রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলাটিতে নাম না জানা ২০-৩০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী সাব্বির নিজে বাদী হয়ে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। সাব্বির ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্থানীয় সাংবাদিক তরুণ বেগীসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার কিছু ব্যক্তির নাম এজাহারে রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর ২টার দিকে চিটাগাং রোডে আন্দোলন চলাকালে আসামিরা রিভলভার, পিস্তল, কাটা রাইফেল এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুসারে, ১-১৫ নম্বর আসামির নির্দেশে, ১৬-৬৫ নম্বর আসামির অর্থায়নে এবং ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত জনতার ওপর অতর্কিত গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ সাব্বিরকে আন্দোলনকারীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “আমরা আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছি। আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য বাদী ভালো বলতে পারবেন।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ফেনীর দুই উপজেলায় প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

শামীম ওসমানের বিরুদ্ধে মামলা, আছেন অন্য জেলার লোকও

আপডেট সময় ০৭:৩৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা হয়েছে। এই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ১৫৬ জনের নাম উল্লেখ রয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে মো. সাব্বির (২০) নামে এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলাটিতে নাম না জানা ২০-৩০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকালে ভুক্তভোগী সাব্বির নিজে বাদী হয়ে আদালতের নির্দেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। সাব্বির ফতুল্লার কুতুবপুরের দেলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

মামলায় নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন- শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, স্থানীয় সাংবাদিক তরুণ বেগীসহ ১৫৬ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লা জেলার কিছু ব্যক্তির নাম এজাহারে রয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই দুপুর ২টার দিকে চিটাগাং রোডে আন্দোলন চলাকালে আসামিরা রিভলভার, পিস্তল, কাটা রাইফেল এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ অনুসারে, ১-১৫ নম্বর আসামির নির্দেশে, ১৬-৬৫ নম্বর আসামির অর্থায়নে এবং ৬৬-৮০ নম্বর আসামির পরিকল্পনায় আন্দোলনরত জনতার ওপর অতর্কিত গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ সাব্বিরকে আন্দোলনকারীরা উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “আমরা আদালতের নির্দেশে মামলা গ্রহণ করেছি। আসামিদের সম্পর্কে বিস্তারিত তথ্য বাদী ভালো বলতে পারবেন।”