সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান মানেই অন্যরকম উন্মাদনা। তার গানের ভক্ত সংখ্যা যেমন কম নেই, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীরাদের আগ্রহ তুঙ্গে। সেই প্রিয় শিল্পী হঠাৎ বিয়ে করায় বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নেয়।
তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর যখন আলোচনার শীর্ষে, তখন নাম প্রকাশ না করার শর্তে এক যুবক গণমাধ্যমে দাবি করেন— “রোজা আহমেদ তার প্রাক্তন প্রেমিকা।” এরপর এ নিয়ে মেতে উঠেন নেটিজেনরা। কিন্তু বিষয়টি ভালোভাবে দেখেননি বিতর্কিত সঞ্চালক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
জয় তার ভেরিফায়েড ফেসবুকে তাহসানের স্ত্রী প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেতা বলেন, “তাহসানের নতুন বউয়ের কার সঙ্গে আগে সম্পর্ক ছিল, এটা এ সময়ে সামনে তুলে আনা বিকৃত রুচির পরিচয়।”