ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলাধীন জাফলংয়ের তামাবিল এলাকাস্থ সোনাটিলা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গত রোববার গভীর রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর এলাকায় আতঙ্ক দেখা দেয়। গত সোমবার ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র।

আটককৃতদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ, একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল, জামাল মিয়ার ছেলে মোবারক, ধনু মিয়ার ছেলে রনি এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবি বা থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে সিলেট- ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ভারতীয় বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছিল। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি তাদের পরিবারবর্গের কাছে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, স্থানীয় কয়েকজন যুবককে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। তবে বিষয়টি অনুসন্ধানে মাঠে রয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রীর ভিডিও ফাঁস

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় ০৯:৪৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলাধীন জাফলংয়ের তামাবিল এলাকাস্থ সোনাটিলা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে ১৩ বাংলাদেশিকে আটক করে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। গত রোববার গভীর রাতে তাদের ধরে নিয়ে যাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর এলাকায় আতঙ্ক দেখা দেয়। গত সোমবার ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে তাদের হস্তান্তর করেছে বলে জানান স্থানীয় একাধিক সূত্র।

আটককৃতদের মধ্যে রয়েছেন গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ, একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল, জামাল মিয়ার ছেলে মোবারক, ধনু মিয়ার ছেলে রনি এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুই যুবকসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বিজিবি বা থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

 

এ বিষয়ে সিলেট- ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। এমনকি গোয়াইনঘাট থানায় কোনো অভিযোগ করা হয়নি।

স্থানীয় ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ভারতীয় বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া কয়েকজন শ্রমিকের স্বজন তার সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছিল। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তবে সীমান্তে কেন তারা গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি তাদের পরিবারবর্গের কাছে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, স্থানীয় কয়েকজন যুবককে ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের খবর শুনেছি। তবে অফিসিয়ালি কোনো তথ্য নেই থানা-পুলিশের কাছে। তবে বিষয়টি অনুসন্ধানে মাঠে রয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।