ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত (১৮) পলাতক রয়েছে।

স্বজনরা জানান, মাদকাসক্ত ছেলে রিফাত তার মায়ের কাছে বিশ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রিফাত তার মায়ের সাথে বাকবিতণ্ডা করে। পরে কাজ শেষে তার বাবা শফিকুল ইসলাম (৪৫) বাড়িতে ফিরলে রিফাত টাকার জন্য তার বাবাকেও চাপ দেয়।

তিনিও টাকা দিতে অস্বীকৃতী জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় শফিকুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

আপডেট সময় ১০:৩৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক সেবনের টাকা না দেয়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিফাত (১৮) পলাতক রয়েছে।

স্বজনরা জানান, মাদকাসক্ত ছেলে রিফাত তার মায়ের কাছে বিশ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকার করায় রিফাত তার মায়ের সাথে বাকবিতণ্ডা করে। পরে কাজ শেষে তার বাবা শফিকুল ইসলাম (৪৫) বাড়িতে ফিরলে রিফাত টাকার জন্য তার বাবাকেও চাপ দেয়।

তিনিও টাকা দিতে অস্বীকৃতী জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রিফাত তার বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় শফিকুল ইসলামকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি এম এ বারী বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।