ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতার পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশে এটা অসম্ভব হবে। কারণ এ দেশের জনগণও মনে করেন ভোট ছাড়া আর অন্য কোনো উপায় নেই।

বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে আরও বলেন, তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় বিশাল বিশাল সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি আপনারা করবেন কিন্তু মানুষের কোনো অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না।

মন্ত্রী এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে হ্যালো পুলিশ মানিকগঞ্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যালো পুলিশ মানিকগঞ্জের মতো ব্যতিক্রমী সেবা কার্যক্রম সারা দেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন। পুলিশের মন্ত্রী হিসেবে নয়- আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একবাক্যে স্বীকার করবেন পুলিশ ভালো কাজ করছে।

এ সময় মন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্যোগের সুবিধাভোগী কয়েকজনের সঙ্গে কথা বলেন। উপকারভোগী ষাটোর্ধ খেরু মিয়া মন্ত্রীকে জানান- তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাথাগোঁজার আশ্রয় ছিল না। পরে হ্যালো পুলিশ মানিকগঞ্জে আসলে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে নিজের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।

মন্ত্রী ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন শেষে মানিকগঞ্জ বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নির্বাচন ছাড়া এ দেশে ক্ষমতার পরিবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন ছাড়া এ দেশের ক্ষমতা পরিবর্তন হবে না। যারা ষড়যন্ত্র করে অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়, বাংলাদেশে এটা অসম্ভব হবে। কারণ এ দেশের জনগণও মনে করেন ভোট ছাড়া আর অন্য কোনো উপায় নেই।

বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বিএনপিকে উদ্দেশ করে আরও বলেন, তারা প্রত্যেকটা বিভাগে ও জেলায় জেলায় বিশাল বিশাল সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে। আমরা বলেছি আপনারা করবেন কিন্তু মানুষের কোনো অসুবিধা করে নয়। অগ্নিসংযোগসহ ধ্বংসাত্মক কোনো কাজ করবেন না।

মন্ত্রী এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে হ্যালো পুলিশ মানিকগঞ্জ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুলিশ সুপার গোলাম আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মো. আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যালো পুলিশ মানিকগঞ্জের মতো ব্যতিক্রমী সেবা কার্যক্রম সারা দেশে চালু হলে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন। পুলিশের মন্ত্রী হিসেবে নয়- আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ একবাক্যে স্বীকার করবেন পুলিশ ভালো কাজ করছে।

এ সময় মন্ত্রী হ্যালো পুলিশ মানিকগঞ্জের উদ্যোগের সুবিধাভোগী কয়েকজনের সঙ্গে কথা বলেন। উপকারভোগী ষাটোর্ধ খেরু মিয়া মন্ত্রীকে জানান- তার ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাথাগোঁজার আশ্রয় ছিল না। পরে হ্যালো পুলিশ মানিকগঞ্জে আসলে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে নিজের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন।

মন্ত্রী ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধন শেষে মানিকগঞ্জ বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন।