বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির স্ত্রী কানিজ ফাতেমা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের ল্যাব সিটি মেডিকেল সার্ভিস সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।
গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪)। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
শহীদ রাব্বির স্ত্রী কানিজ ফাতেমা রুমি বলেন, ‘আমি দেশবাসীর কাছে আমার স্বামীর জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আমি যেন আমার স্বামীর আদর্শে আমার বাচ্চাকে মানুষ করতে পারি।’