ঢাকা , শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে পলিথিনে সাটানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস Logo বাংলাদেশ রাইটার্স ক্লাব এর উদ্যোগে কাজী আনিসুল হক’র জন্মোৎসব উদযাপন Logo বিএনপির ৩১ দফা রাজনীতির স্কুল অব লিডারশীপের সেসিনারে বক্তারা Logo আবারও সন্তানের মা হলেন গওহর খান Logo বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় টি-টোয়েন্টি Logo চীনে কিমের স্পর্শ করা জিনিস ঘষে ঘষে পরিষ্কার, কারণ অবাক করার মতো Logo মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা Logo কবি বদরুজ্জামান জামানকে মধ্যমণি করে কাব্যকথা সাহিত্য আড্ডা অনুষ্ঠিত Logo বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন ১৯৭১সালে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার ঘোষক Logo গাউছিয়া ফুটপাত থেকে নিবাস বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। দেশের প্রতিটি সেক্টরের যদি জবাবদিহিতা থাকে তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রত্যাশা আমরা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আরো বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছে দিতে হবে। ৩১ দফা দিয়েই যে দেশের পরিবর্তন হয়ে যাবে এমন নয়, যে কেউ চাইলে আমাদেরকে নতুন কোন প্রস্তাবও করতে পারেন। আমাদের মূল লক্ষ্য আমাদের দেশকে নতুনভাবে গড়ে তোলা।

তিনি আরো বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এই মানুষের আস্থা ধরে রাখতে হলে আমাদের উঠা বসা কাজে-কর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ষাট লক্ষ নেতাকর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে সেই দলের উপর এদেশের মানুষ আস্থা রাখতে চায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার।

এর আগে নেতাকর্মীদের সাথে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেন, আমরা কৃষকদের জন্য ফসল সংরক্ষণের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও, সারাদেশে আমরা ১ লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করবো, যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবে নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের চিকিৎসা সেবা নিতে পারে। এছাড়াও আমরা চাই একটা শিশু যাতে প্রাইমারি লেবেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত৷ এই কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে। এছাড়াও বিগত স্বৈরাচারের আমলে যারা গুম হয়েছেন ও সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আগামীতে তাদের এলাকার যেকোনো একটি স্থাপনা তাদের নামে নামকরণ করা হবে।

এর আগে সকালে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদি আমিন।

এসময়, কর্মশালায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে পলিথিনে সাটানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস

প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে : তারেক রহমান

আপডেট সময় ১০:০০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। দেশের প্রতিটি সেক্টরের যদি জবাবদিহিতা থাকে তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রত্যাশা আমরা আগামীতে দেশের জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকালে কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন আরো বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছে দিতে হবে। ৩১ দফা দিয়েই যে দেশের পরিবর্তন হয়ে যাবে এমন নয়, যে কেউ চাইলে আমাদেরকে নতুন কোন প্রস্তাবও করতে পারেন। আমাদের মূল লক্ষ্য আমাদের দেশকে নতুনভাবে গড়ে তোলা।

তিনি আরো বলেন, বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর এই মানুষের আস্থা ধরে রাখতে হলে আমাদের উঠা বসা কাজে-কর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর আস্থা ধরে রাখতে পারে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ষাট লক্ষ নেতাকর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছে সেই দলের উপর এদেশের মানুষ আস্থা রাখতে চায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার।

এর আগে নেতাকর্মীদের সাথে আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান বলেন, আমরা কৃষকদের জন্য ফসল সংরক্ষণের বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছি। এছাড়াও, সারাদেশে আমরা ১ লক্ষ পল্লী চিকিৎসক নিয়োগ করবো, যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবে নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের চিকিৎসা সেবা নিতে পারে। এছাড়াও আমরা চাই একটা শিশু যাতে প্রাইমারি লেবেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত৷ এই কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদেরকে দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে। এছাড়াও বিগত স্বৈরাচারের আমলে যারা গুম হয়েছেন ও সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন আগামীতে তাদের এলাকার যেকোনো একটি স্থাপনা তাদের নামে নামকরণ করা হবে।

এর আগে সকালে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদি আমিন।

এসময়, কর্মশালায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতৃবৃন্দ।