চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি রিপন দাসকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে রিপনকে বটি হাতে দেখা গেছে।
গ্রেফতার রিপন নগরীর পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে ওষুধের দোকানের কর্মচারী ছিল।
সিএমপির এডিসি (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজে পাওয়া চিত্রে দেখা যায় আলীফ হত্যাকাণ্ডের সময় তার হাতে বঁটি ছিল। সেই রিপনকেই গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।
এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হত্যায় সরাসরি অংশ নেওয়া প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় চন্দন কিরিচ দিয়ে আইনজীবী আলিফকে কুপিয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে আলীফ হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হলো।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ইসকন সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।