গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ২ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন মুসল্লি মারা গেলেন।
মৃতরা হলেন- আব্দুল হামিদ মণ্ডল (৫৫) গাইবান্ধার মৃত শুকর মণ্ডল ছেলে, অপরজন ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার রাত ৩টায় বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম (৭৫) মারা যান।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তিনজন মুসল্লির মৃত্যু হলো।
তিনি জানান, তাদের সবারই স্বাভাবিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।