ঢাকা , বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার নাগরিক সেবায় কেসিসির ৩১ কর্মকর্তা

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কাউন্সিলরদের স্থলে নাগরিকদের সেবা দিতে ওয়ার্ড পর্যায়ে ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নগরীর ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যুসনদ, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা অপসারিত হওয়ায় খুলনা মহানগরীর ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র দিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন।

বুধবার (২ অক্টোবর) কেসিসির পৃথক দুটি অফিস আদেশে ওই ৩১ জন কর্মকর্তাকে এসব দায়িত্ব প্রদান করা হয়। কেসিসির প্রধান নির্বাহী লস্কার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে সরকার। ১৯ আগস্ট অপসারণ করা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রদের। এতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মেয়র পদে প্রশাসক এবং কাউন্সিলরদের স্থলে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

খুলনার নাগরিক সেবায় কেসিসির ৩১ কর্মকর্তা

আপডেট সময় ১০:৫৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) কাউন্সিলরদের স্থলে নাগরিকদের সেবা দিতে ওয়ার্ড পর্যায়ে ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নগরীর ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যুসনদ, প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন তারা।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা অপসারিত হওয়ায় খুলনা মহানগরীর ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের বিভিন্ন সনদ ও প্রত্যয়নপত্র দিতে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ৩১ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ৩১টি ওয়ার্ডের নাগরিকদের নাগরিকত্ব, উত্তরাধিকার, চারিত্রিক, জন্ম ও মৃত্যু সনদ এবং প্রয়োজনীয় প্রত্যয়নপত্র প্রদান এবং নাগরিক সেবা কার্যক্রম চলমান রাখবেন।

বুধবার (২ অক্টোবর) কেসিসির পৃথক দুটি অফিস আদেশে ওই ৩১ জন কর্মকর্তাকে এসব দায়িত্ব প্রদান করা হয়। কেসিসির প্রধান নির্বাহী লস্কার তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে খুলনাসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণ করে সরকার। ১৯ আগস্ট অপসারণ করা হয়েছিল সিটি কর্পোরেশনের মেয়রদের। এতে নাগরিক সেবা বিঘ্নিত হওয়ায় মেয়র পদে প্রশাসক এবং কাউন্সিলরদের স্থলে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।