মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তাসনুভা তিশা। এই অঙ্গনে তার পা রাখার পেছনে রয়েছে একটি গল্প; যা আকস্মিকভাবে ঘটেছিল। তাসনুভা তিশার ভাষায়— “ফেসবুকে আমার ছবি দেখে বিজ্ঞাপনী সংস্থা আমাকে মডেল হওয়ার আমন্ত্রণ জানায়। ওই বিজ্ঞাপনটি ছিল চুলের তেলের।”
এরপর ম্যাংগো বারের বিজ্ঞাপনে মডেল হন তাসনুভা তিশা। এই বিজ্ঞাপনে তাসনুভা তিশাকে বলতে শোনা যায়— “আমি তো পুরাই প্রেমে পড়ে গেছি”। বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দারুণ দর্শকপ্রিয়তা লাভ করে।