ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে অবস্থান-সমাবেশ করবে আওয়ামী লীগ

বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের দিন সোমবার (১৬ জানুয়ারি) ঢাকায় পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা পৃথক অবস্থান ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারা দেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সরব থাকার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও সমাবেশ করবে।

এ বিষয়ে জানতে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি নেতাকর্মীরা যাতে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য অতীতের মতোই আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবেন। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এখানে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালিত হবে। এতে আওতাধীন প্রতিটি ওয়ার্ড, থানার নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ বিষয়ে জানতে চাইলে আবু আহমেদ মন্নাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর সব স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। বিএনপি যাতে কোনও ধরনের অঘটন ঘটাতে না পারে, সেজন্য তারা রাজপথে সতর্ক থাকবেন।

সোমবার বিকাল ৩টায় ভাটারা থানার নতুন বাজার ১০০ ফুট রাস্তার মাথায় অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ‘বিএনপি-জামায়াতের জনজীবনে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে শেখ বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় অতীতের মতোই আমরা রাজপথে থাকবো। তারা যাতে আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে না পারে, সে জন্য সতর্ক থাকবো আমরা।’

এদিন আলাদা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। এরমধ্যে ঢাকা উত্তর বেলা ১১টায় ফার্মগেটে এবং দক্ষিণের উদ্যোগে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

অপরদিকে, সকাল ১১টায় শাহবাগ চত্বরে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের রায়’ শীর্ষক এই কর্মসূচিতে নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সাড়ে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে অংশ নেন। পরে ঢাকার মহানগর আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা করেন কেন্দ্রীয় নেতারা।

ওই সভায় ‘বিএনপির আন্দোলনের নামে নাশকতা প্রতিহত’ করতে আরও শক্ত অবস্থান তৈরির নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেত্রীর নির্দেশের আলোকে আমরা নিজেদের প্রস্তুত রাখবো। আমরা ক্ষমতায় থাকায় জনগণের জামালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে।’

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কথা জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে অবস্থান-সমাবেশ করবে আওয়ামী লীগ

আপডেট সময় ০৪:৩৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশের দিন সোমবার (১৬ জানুয়ারি) ঢাকায় পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সোমবার সকাল থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা পৃথক অবস্থান ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। যুবলীগ, ছাত্রলীগসহ দলটির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনও রাজপথে সক্রিয় থাকার কথা জানিয়েছে। একইভাবে সারা দেশে সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে সরব থাকার বিষয়টি জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তারা জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর প্রতিটি ইউনিট, ওয়ার্ড, থানা, জেলা এবং স্থানীয় ও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান ও সমাবেশ করবে।

এ বিষয়ে জানতে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি নেতাকর্মীরা যাতে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য অতীতের মতোই আমাদের নেতাকর্মীরা মাঠে সতর্ক অবস্থানে থাকবেন। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’

জানা গেছে, সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এখানে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অবস্থান ও সমাবেশ কর্মসূচি পালিত হবে। এতে আওতাধীন প্রতিটি ওয়ার্ড, থানার নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। সমাবেশে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ বিষয়ে জানতে চাইলে আবু আহমেদ মন্নাফী বাংলা ট্রিবিউনকে বলেন, ইউনিট থেকে ওয়ার্ড, থানা থেকে মহানগর সব স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবেন। বিএনপি যাতে কোনও ধরনের অঘটন ঘটাতে না পারে, সেজন্য তারা রাজপথে সতর্ক থাকবেন।

সোমবার বিকাল ৩টায় ভাটারা থানার নতুন বাজার ১০০ ফুট রাস্তার মাথায় অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। ‘বিএনপি-জামায়াতের জনজীবনে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে’ এই কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে শেখ বজলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় অতীতের মতোই আমরা রাজপথে থাকবো। তারা যাতে আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করতে না পারে, সে জন্য সতর্ক থাকবো আমরা।’

এদিন আলাদা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের নেতাকর্মীরা। এরমধ্যে ঢাকা উত্তর বেলা ১১টায় ফার্মগেটে এবং দক্ষিণের উদ্যোগে দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

অপরদিকে, সকাল ১১টায় শাহবাগ চত্বরে পৃথকভাবে অবস্থান কর্মসূচি ও ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের রায়’ শীর্ষক এই কর্মসূচিতে নেতাকর্মীদের অংশ নিতে নির্দেশনা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এর আগে শনিবার (১৪ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে সাড়ে চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে অংশ নেন। পরে ঢাকার মহানগর আওয়ামী লীগ ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভা করেন কেন্দ্রীয় নেতারা।

ওই সভায় ‘বিএনপির আন্দোলনের নামে নাশকতা প্রতিহত’ করতে আরও শক্ত অবস্থান তৈরির নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেত্রীর নির্দেশের আলোকে আমরা নিজেদের প্রস্তুত রাখবো। আমরা ক্ষমতায় থাকায় জনগণের জামালের নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দেখতে হবে।’

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কথা জানান তিনি।