ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫ Logo চুলের রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা Logo গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন Logo ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় Logo নারায়নগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয়ী হলেন- মোঃ সোলায়মান Logo ডোপ টেস্টে চালকসহ দুইজনের মদপানের সত্যতা মিলেছে Logo জিয়াউর রহমানকে ‘খুনি-রাজাকার’ বলায় যুবলীগ নেতার বাড়িতে হামলা Logo ৩০ ডিসেম্বর চুনকা পাঠাগারে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন করবে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ Logo মদনগঞ্জ দারুস সালাম মাদরাসা’র বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও দোয়ার অনুষ্ঠান Logo উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

চিন্ময় উগ্রবাদী, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন না : সাখাওয়াত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে।

এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে।

বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে।

এটা মধ্যযুগীয় বরকতাকেও হার মানিয়েছে। আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবন যাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আদালত পাড়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সভায় বক্তব্য কালে এসব কথাগুলো বলেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি আদালতে চত্বর ঘুরে ডিসি ও এসপি অফিসের সামনে দিয়ে জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। তিনি বলেন, কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের দেশে যারা হিন্দু মুসলিম বাস করে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে বসবাস করবো। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই।

আজকে যারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চাচ্ছে তারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা ইসকনের হয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বক্তব্য দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। আপনারা কারও ফাঁদে পাড়া দিবেন না।

আর কোন জঙ্গিবাদ ও দেশদ্রোহীকে এদেশে ঠাই দেওয়া হবে না। নারায়ণগঞ্জ আমাদের সকলের। নারায়ণগঞ্জে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করবো। আমরা কোন জঙ্গি ও সন্ত্রাসী এবং কোন কট্টরপন্থী ও স্বাধীনতা বিরোধীকে স্থান দেব না। আমাদের যে ধর্মীয় সংস্কৃতি ও ধর্মীয় সহঅবস্থান এবং রাজনৈতিক সহঅবস্থান বজায় রাখবো।

হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে বসবাস করবো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ইসকন যে কার্যকম করেছে তার জন্য তাদেরকে এ দেশ থেকে নিষিদ্ধ করা হোক। আজকে যে আমাদের আইনজীবী ভাই আলিফকে হত্যা করে সে তার কি দোষ ছিল।

স্বাধীনতা বিরোধীরা যে কার্যক্রম করছিল সেই মামলায় সে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে মামলা শুনানি করার তাকে ধরে নিয়ে জবাই করে বিভিন্নভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আইনজীবীদের কোন দল নাই মত নাই তারা সবাই কালো কোর্ট।

আমরা সেভেন মার্ডারের যেমন সবাই দলমত নির্বিশেষে একাকার হয়ে ওই হত্যাকারীদের বিরুদ্ধে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি । ঠিক একই ভাবে ওই আলিফ হত্যার বিচারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে এ হত্যার বিচার করেই ছাড়বেন ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আঃ বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, আইনজীবী এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, সিনিয়র আইনজীবী এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আলম খান, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড সালাহউদ্দিন ভূঁইয়া সবুজ, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. কাজী রাশিদা আক্তার, এড. মাকসুদা আক্তার রুমী, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. মামুন মাহামুদ মিয়া, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড. মো. আদনান মোল্লা, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়াসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

চিন্ময় উগ্রবাদী, হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন না : সাখাওয়াত

আপডেট সময় ১২:৩৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজ বাংলাদেশে বিভিন্ন ইস্যু তৈরী করে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা চলছে। বাংলাদেশের উপর সম্রাজ্যবাদী শকুনের প্রখর দৃষ্টি পড়েছে।

এই চিন্ময় একজন উগ্রবাদী। তিনি হিন্দু ধর্মের কোন প্রতিনিধিত্ব করেন না। বাংলাদেশের পতাকা নিচে রেখে ইসকনের পতাকা উপরে টাঙানো হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হয়েছে।

বাংলাদেশের বিচারবিভাগ স্বাধীন। তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলায় জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়নি। রাষ্ট্র পক্ষের শুনানি করার কারণে সাইফুল ইসলাম আলিফকে জবাই করে নৃসংশভাবে হত্যা করা হয়েছে।

এটা মধ্যযুগীয় বরকতাকেও হার মানিয়েছে। আইনজীবীদের কোন দল নাই, মত নাই। তারা হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা বলে দিতে চাই, এই দেশে আমরা হিন্দু, খ্রিষ্টান, বৌধ, মুসলিম বাস করি। আমরা সবাই ভাই, এদেশের নাগরিক। একে অপরের উপর কাঁধে কাঁধ রেখে জীবন যাপন করবো। এই দেশকে গড়ে তুলবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আদালত পাড়ায় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলে প্রতিবাদ সভায় বক্তব্য কালে এসব কথাগুলো বলেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি আদালতে চত্বর ঘুরে ডিসি ও এসপি অফিসের সামনে দিয়ে জজ কোর্টের সামনে গিয়ে শেষ হয়। তিনি বলেন, কিন্তু আমরা বলে দিতে চাই আমাদের দেশে যারা হিন্দু মুসলিম বাস করে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশে বসবাস করবো। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই।

আজকে যারা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাতে চাচ্ছে তারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু। তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা ইসকনের হয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর বক্তব্য দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। আপনারা কারও ফাঁদে পাড়া দিবেন না।

আর কোন জঙ্গিবাদ ও দেশদ্রোহীকে এদেশে ঠাই দেওয়া হবে না। নারায়ণগঞ্জ আমাদের সকলের। নারায়ণগঞ্জে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করবো। আমরা কোন জঙ্গি ও সন্ত্রাসী এবং কোন কট্টরপন্থী ও স্বাধীনতা বিরোধীকে স্থান দেব না। আমাদের যে ধর্মীয় সংস্কৃতি ও ধর্মীয় সহঅবস্থান এবং রাজনৈতিক সহঅবস্থান বজায় রাখবো।

হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে বসবাস করবো গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ইসকন যে কার্যকম করেছে তার জন্য তাদেরকে এ দেশ থেকে নিষিদ্ধ করা হোক। আজকে যে আমাদের আইনজীবী ভাই আলিফকে হত্যা করে সে তার কি দোষ ছিল।

স্বাধীনতা বিরোধীরা যে কার্যক্রম করছিল সেই মামলায় সে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে মামলা শুনানি করার তাকে ধরে নিয়ে জবাই করে বিভিন্নভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়। আইনজীবীদের কোন দল নাই মত নাই তারা সবাই কালো কোর্ট।

আমরা সেভেন মার্ডারের যেমন সবাই দলমত নির্বিশেষে একাকার হয়ে ওই হত্যাকারীদের বিরুদ্ধে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি । ঠিক একই ভাবে ওই আলিফ হত্যার বিচারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে এ হত্যার বিচার করেই ছাড়বেন ইনশাল্লাহ।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ জাকির ও যুগ্ম সম্পাদক এড এইচএম আনোয়ার প্রধানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আঃ বারী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, আইনজীবী এড. বেনজীর আহমেদ, এড.সৈয়দ মশিউর রহমান শাহিন, এড. রকিবুল হাসান শিমুল, সিনিয়র আইনজীবী এড. কাজী আব্দুর গাফফার, এড. মানিক মিয়া, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আলম খান, এড.একেএম মাহমুদুল হক আলমগীর, এড সালাহউদ্দিন ভূঁইয়া সবুজ, এড. নজরুল ইসলাম মাসুম, এড. সিদ্দিকুর রহমান, এড. হৃদয়, এড.এসএম সায়েম রানা, এড. ফজলুর রহমান ফাহিম, এড. সুমন মিয়া, এড. কাজী রাশিদা আক্তার, এড. মাকসুদা আক্তার রুমী, এড.আসমা হেলেন বিথি, এড. মাসুদা বেগম শম্পা, এড. হামিদা খাতুন লিজা, এড. মামুন মাহামুদ মিয়া, এড. শাহআলম শামীম, এড.জামান মিয়া, এড. ফাতেমা মাসুদ, এড.কাজী সুমন, এড. মো. আদনান মোল্লা, এড.আবুল কালাম আজাদ, এড.আবু রায়হান, এড. আশরাফুল বারী ভুঁইয়াসহ বিএনপিপন্থী আইনজীবীবৃন্দ।