ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির তোপের মুখে উপজেলা পরিষদ ছাড়লেন আওয়ামীপন্থি চেয়ারম্যানরা

মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের সময় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তোপের মুখে উপজেলা পরিষদ ভবনে চলা মাসিক সমন্বয় সভা ছেড়ে চলে যান চেয়ারম্যানরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পুলিশ পাহারায় পরিষদ ভবন ছাড়েন বিএনপিপন্থি এক চেয়ারম্যানসহ আওয়ামীপন্থি চেয়ারম্যানরা।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাসিক সমন্বয় সভা চলছিল। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী পরিষদের প্রাঙ্গণে উপস্থিত হন। সেখান থেকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে শেখ হাসিনা সরকারের সময় অবৈধ ভোটের অভিযোগ তুলে ১৪ চেয়ারম্যানদের অপসারণ দাবি করেন।

শ্রীনগর ইউএনও মহিন উদ্দিন তাদের কথা শোনেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে সভা থেকে বেশ কয়েকজন আওয়ামীপন্থি চেয়ারম্যান বেরিয়ে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভের মুখে সভায় উপস্থিত সাতজনের মধ্যে ছয়জন ইউপি চেয়ারম্যানই বের হয়ে যান। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বিএনপির তোপের মুখে উপজেলা পরিষদ ছাড়লেন আওয়ামীপন্থি চেয়ারম্যানরা

আপডেট সময় ১০:০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

মুন্সিগঞ্জের শ্রীনগরে আওয়ামী লীগের সময় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় তোপের মুখে উপজেলা পরিষদ ভবনে চলা মাসিক সমন্বয় সভা ছেড়ে চলে যান চেয়ারম্যানরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পুলিশ পাহারায় পরিষদ ভবন ছাড়েন বিএনপিপন্থি এক চেয়ারম্যানসহ আওয়ামীপন্থি চেয়ারম্যানরা।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মাসিক সমন্বয় সভা চলছিল। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী পরিষদের প্রাঙ্গণে উপস্থিত হন। সেখান থেকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে প্রবেশ করে শেখ হাসিনা সরকারের সময় অবৈধ ভোটের অভিযোগ তুলে ১৪ চেয়ারম্যানদের অপসারণ দাবি করেন।

শ্রীনগর ইউএনও মহিন উদ্দিন তাদের কথা শোনেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। পরে সভা থেকে বেশ কয়েকজন আওয়ামীপন্থি চেয়ারম্যান বেরিয়ে যান।

ঘটনার সত্যতা স্বীকার করে ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভের মুখে সভায় উপস্থিত সাতজনের মধ্যে ছয়জন ইউপি চেয়ারম্যানই বের হয়ে যান। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।