ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ২১ বছরের অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি সবই কুড়িয়েছেন। দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। নানামুখী সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বডি শেমিং এবং বিকিনি পরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’। এতে এসব তথ্য উঠে এসেছে।

২০০৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত ‘গজনি’ সিনেমা। তামিল ভাষার এ সিনেমা মুক্তির পর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার হন। এ তথ্য উল্লেখ করে নয়নতারা বলেন, “গজনি’ সিনেমার পয়েন্ট খুব কম ছিল। সেই সময়ে মানুষের নানারকম মন্তব্য দেখেছি। মানুষ বলতেন, ‘সে (নয়নতারা) কেন অভিনয় করে?’ ‘সে কেন সিনেমায় এসেছে?’ ‘সে খুব মোটা!’ আপনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। আপনি পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারেন!”

সিনেমাটিতে যেসব পোশাকে নয়নতারাকে দেখা যায়, সেসবই পরিচালকের পরিকল্পনার অংশ ছিল। এ বিষয়ে নয়নতারা বলেন, “সম্ভবত, আমি ভালো ছিলাম না। কিন্তু আমার পরিচালক যা করতে বলেছিলেন, আমি ঠিক তাই করেছিলাম। আমাকে যা পরতে বলেছিলেন, আমি তাই পরেছিলাম। আমি তখন মাত্র কাজ শুরু করেছিলাম। সুতরাং আমার কিছু বলার সুযোগ ছিল না।”

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা

আপডেট সময় ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ২১ বছরের অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি সবই কুড়িয়েছেন। দক্ষিণী সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের অন্যতম নয়নতারা। নানামুখী সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে বডি শেমিং এবং বিকিনি পরে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। এ অভিনেত্রীকে নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’। এতে এসব তথ্য উঠে এসেছে।

২০০৫ সালে মুক্তি পায় নয়নতারা অভিনীত ‘গজনি’ সিনেমা। তামিল ভাষার এ সিনেমা মুক্তির পর শারীরিক গড়ন নিয়ে কটাক্ষের শিকার হন। এ তথ্য উল্লেখ করে নয়নতারা বলেন, “গজনি’ সিনেমার পয়েন্ট খুব কম ছিল। সেই সময়ে মানুষের নানারকম মন্তব্য দেখেছি। মানুষ বলতেন, ‘সে (নয়নতারা) কেন অভিনয় করে?’ ‘সে কেন সিনেমায় এসেছে?’ ‘সে খুব মোটা!’ আপনি এ ধরনের মন্তব্য করতে পারেন না। আপনি পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারেন!”

সিনেমাটিতে যেসব পোশাকে নয়নতারাকে দেখা যায়, সেসবই পরিচালকের পরিকল্পনার অংশ ছিল। এ বিষয়ে নয়নতারা বলেন, “সম্ভবত, আমি ভালো ছিলাম না। কিন্তু আমার পরিচালক যা করতে বলেছিলেন, আমি ঠিক তাই করেছিলাম। আমাকে যা পরতে বলেছিলেন, আমি তাই পরেছিলাম। আমি তখন মাত্র কাজ শুরু করেছিলাম। সুতরাং আমার কিছু বলার সুযোগ ছিল না।”