চট্টগ্রামের হালিশহরে রাবেয়া আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের হালিশহর থানাধীন এ ব্লক শিশু গলি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আব্দুল মালেকের বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী মো. জামিন পলাতক রয়েছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, বাসার ভেতরে স্বামীর সঙ্গে স্ত্রীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ঝগড়ায় জড়ান। এরপর রুমের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে দেন স্বামী। খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় রাবেয়া আক্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাবেয়া আক্তার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মানিক মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের করগাঁও গ্রামে।
হালিশহর থানার ওসি জহির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, রাবেয়াকে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।