ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় ১৪ অক্টোবর

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী সমাপ্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামলার রায়ের দিন ধার্য করেছেন। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মামুনুল হক আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু গত কয়েক তারিখের মতো এবারও তার বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিতে আসেননি। যার পরিপ্রেক্ষিতে আমরা আদালতে সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় রায় ১৪ অক্টোবর

আপডেট সময় ১০:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকের বিরুদ্ধে সাক্ষী সমাপ্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৪ অক্টোবর মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম মামলার রায়ের দিন ধার্য করেছেন। এই মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, মামলার ধার্য তারিখ অনুযায়ী মামুনুল হক আদালতে উপস্থিত হয়েছিলেন। কিন্তু গত কয়েক তারিখের মতো এবারও তার বিরুদ্ধে আর কেউ সাক্ষী দিতে আসেননি। যার পরিপ্রেক্ষিতে আমরা আদালতে সাক্ষী সমাপ্ত করে যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন।