মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদরে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে স্ত্রী কাজলী আক্তার (২০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে স্বামী। বুধবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় কাজলী আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী মো. শান্ত (২২) পলাতক রয়েছে। স্বামী শান্ত টেঙ্গর এলাকার জালাল উদ্দিনের ছেলে ও স্ত্রী কাজলী একই এলাকার জামাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে আগে থেকেই দাম্পত্য কহল চলে আসছিলো। এরমধ্যে স্বামী শান্ত একটি মামলায় জেল হাজতে ছিলো। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে আসে। জামিন পেয়ে বাড়িতে ফিরেই স্ত্রীর বিরুদ্ধে তারই মামার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক থাকার অপবাদ দিয়ে আসছিলো স্বামী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিকুজ্জামান জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্বামী শান্ত পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আহত স্ত্রী কাজলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।