ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। এরই মধ্যে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শফিকুল ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সঙ্গে নিহত সানোয়ারা বেগম (৩২) একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ১৫ দিন আগে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এদিন বিকেলে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা ছুরি দিয়ে স্ত্রী সানোয়ারার গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানোয়ারার। সেই সঙ্গে শরিফুল তার স্ত্রীর মরদেহের পাশেই বসে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। এরই মধ্যে অভিযুক্ত শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শফিকুল ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সঙ্গে নিহত সানোয়ারা বেগম (৩২) একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ১৫ দিন আগে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এদিন বিকেলে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতরে থাকা ছুরি দিয়ে স্ত্রী সানোয়ারার গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সানোয়ারার। সেই সঙ্গে শরিফুল তার স্ত্রীর মরদেহের পাশেই বসে থাকেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।