ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

তাবলীগ জামাতের চলমান দ্বন্দ নিরসনে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা মাওলানা মোহাম্মদ যোবায়েরকে খোলা চিঠি দিয়েছে৷ সাদ কান্ধলভীর অনুসারীদের পক্ষে বাংলাদেশে তাদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম এই খোলা চিঠি লেখেন৷ চিঠিতে ওয়াসিফ ইসলাম পূর্বে একত্রে তাবলীগের কাজ করার স্মৃতিচারণ করেন৷ একইসাথে ২০১৮ সালে তাবলীগের বিভক্তির পর কাকরাইল মসজিদে দুই পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে সে নিয়মেই বাহিরে না যাওযার কথা জানান।

মঙ্গলবার (১২ নভেম্বর) তাবলীগ জামায়াতের চলমান বাকযুদ্ধ ও কাকরাইল মসজিদে ‘শূরায়ে নিজাম’ পন্থিদের এককভাবে অবস্থান করতে না দেওয়ার জন্য এ চিঠি দেন সাদ পন্থিরা।

চিঠিতে মাওলানা সাদ অনুসারীদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম বলেন—

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব, আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দ্বীন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক আপনার হায়াতে বরকত দান করুন। আমিন।

প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা ও মুহাব্বাতের অনেকটা জায়গাজুড়ে ছিলো আপনার অবস্থান। কাকরাইল মার্কাজের নুরানী পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতে কতোটা লম্বা সময় ধরেই না মশগুল থেকেছি আমরা! দুঃখজনক হলেও এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে, জীবনের পড়ন্ত বেলায় আমরা আলাদা বলয়ে কাজ করে যাচ্ছি !

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি

আপডেট সময় ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

তাবলীগ জামাতের চলমান দ্বন্দ নিরসনে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা মাওলানা মোহাম্মদ যোবায়েরকে খোলা চিঠি দিয়েছে৷ সাদ কান্ধলভীর অনুসারীদের পক্ষে বাংলাদেশে তাদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম এই খোলা চিঠি লেখেন৷ চিঠিতে ওয়াসিফ ইসলাম পূর্বে একত্রে তাবলীগের কাজ করার স্মৃতিচারণ করেন৷ একইসাথে ২০১৮ সালে তাবলীগের বিভক্তির পর কাকরাইল মসজিদে দুই পক্ষের অবস্থান নিয়ে এতদিন যে নিয়ম চলে আসছে সে নিয়মেই বাহিরে না যাওযার কথা জানান।

মঙ্গলবার (১২ নভেম্বর) তাবলীগ জামায়াতের চলমান বাকযুদ্ধ ও কাকরাইল মসজিদে ‘শূরায়ে নিজাম’ পন্থিদের এককভাবে অবস্থান করতে না দেওয়ার জন্য এ চিঠি দেন সাদ পন্থিরা।

চিঠিতে মাওলানা সাদ অনুসারীদের আহলে শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম বলেন—

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাহেব, আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দ্বীন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন। আল্লাহপাক আপনার হায়াতে বরকত দান করুন। আমিন।

প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা ও মুহাব্বাতের অনেকটা জায়গাজুড়ে ছিলো আপনার অবস্থান। কাকরাইল মার্কাজের নুরানী পরিবেশে একসাথে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতে কতোটা লম্বা সময় ধরেই না মশগুল থেকেছি আমরা! দুঃখজনক হলেও এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে, জীবনের পড়ন্ত বেলায় আমরা আলাদা বলয়ে কাজ করে যাচ্ছি !