ঢাকা , শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বার্নাব্যুতেই রিয়ালকে ধসিয়ে দিলো মিলান

লা লিগায় চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের এই হাল কেউ বোধহয় কল্পনাও করেনি। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেল মাদ্রিদের রাজারা। এবার তাদেরকে পরাজয়ের স্বাদ দিলো এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরেছে রিয়াল।

মঙ্গলবার (৫ নভেম্বর) ম্যাচে দাপট দেখিয়ে প্রথম গোলটি আদায় করে নেয় মিলান। মালিক চাও গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সমতা টানেন ভিনিসিউস। বিরতির আগে আলভারো মোরাতা ফের এগিয়ে নেন মিলানকে। আর দ্বিতীয়ার্ধে তাদের তৃতীয় গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমানে সমান লড়াই করতে থাকে। একের পর এক আক্রমণে দুই দলই জমিয়ে তোলে ম্যাচ। এরই ধারাবাহিকতায় দ্বাদশ মিনিটে এগিয়ে যায় মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেডে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও।

পরের মিনিটে আবারও পরিষ্কার সুযোগ পেয়ে হতাশ করেন এমবাপে। এবার তার শট রুখে দেন মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ। অবশেষে ২৩তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসকে বক্সে ফেলে দেন এক ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বার্নাব্যুতে উল্লাস তোলেন ব্রাজিলিয়ান তারকা।

সমতা ফেরার সুখ অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের সীমানায় চুয়ামেনির ভুল পাস ধরে আক্রমণে ওঠে মিলান। বল ধরে জোরালো শট নেন রাফায়েল লেয়াও। লুনিন ঝাঁপিয়ে বল ঠেকালেও ফিরতি বলে অনায়াসে জালে পাঠান রিয়ালের সাবেক স্ট্রাইকার মোরাতা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে রিয়ালকে রক্ষা করেন লুনিন। মাঝে একবার বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন বেলিংহ্যাম। তবে নিজেদের সুযোগ মোটেও হেলায় হারালো না মিলান। ৭৩তম মিনিটে আবারও গোল পেয়ে যায় তারা। লেয়াওয়ের পাস ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স।

এই হারে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান। একই সময়ে শুরু আরেক ম্যাচে বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বার্নাব্যুতেই রিয়ালকে ধসিয়ে দিলো মিলান

আপডেট সময় ১১:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

লা লিগায় চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকছে রিয়াল মাদ্রিদ। তবে চ্যাম্পিয়নস লিগে তাদের এই হাল কেউ বোধহয় কল্পনাও করেনি। টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গেল মাদ্রিদের রাজারা। এবার তাদেরকে পরাজয়ের স্বাদ দিলো এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে হেরেছে রিয়াল।

মঙ্গলবার (৫ নভেম্বর) ম্যাচে দাপট দেখিয়ে প্রথম গোলটি আদায় করে নেয় মিলান। মালিক চাও গোল করে দলকে এগিয়ে নেন। এরপর সমতা টানেন ভিনিসিউস। বিরতির আগে আলভারো মোরাতা ফের এগিয়ে নেন মিলানকে। আর দ্বিতীয়ার্ধে তাদের তৃতীয় গোলটি করেন টিয়ানি রেইন্ডার্স।

ম্যাচের শুরু থেকেই দুই দল সমানে সমান লড়াই করতে থাকে। একের পর এক আক্রমণে দুই দলই জমিয়ে তোলে ম্যাচ। এরই ধারাবাহিকতায় দ্বাদশ মিনিটে এগিয়ে যায় মিলান। ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারে হেডে জালে বল পাঠান জার্মান ডিফেন্ডার মালিক চাও।

পরের মিনিটে আবারও পরিষ্কার সুযোগ পেয়ে হতাশ করেন এমবাপে। এবার তার শট রুখে দেন মিলান গোলরক্ষক মাইক মিয়াঁ। অবশেষে ২৩তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিউসকে বক্সে ফেলে দেন এক ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বার্নাব্যুতে উল্লাস তোলেন ব্রাজিলিয়ান তারকা।

সমতা ফেরার সুখ অবশ্য বেশিক্ষণ থাকেনি। ৩৯তম মিনিটে ফের পিছিয়ে পড়ে রিয়াল। নিজেদের সীমানায় চুয়ামেনির ভুল পাস ধরে আক্রমণে ওঠে মিলান। বল ধরে জোরালো শট নেন রাফায়েল লেয়াও। লুনিন ঝাঁপিয়ে বল ঠেকালেও ফিরতি বলে অনায়াসে জালে পাঠান রিয়ালের সাবেক স্ট্রাইকার মোরাতা।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে রিয়ালকে রক্ষা করেন লুনিন। মাঝে একবার বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন বেলিংহ্যাম। তবে নিজেদের সুযোগ মোটেও হেলায় হারালো না মিলান। ৭৩তম মিনিটে আবারও গোল পেয়ে যায় তারা। লেয়াওয়ের পাস ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স।

এই হারে চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান। একই সময়ে শুরু আরেক ম্যাচে বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। চার ম্যাচে শতভাগ সাফল্যে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।