এক ক্যালেন্ডার সংসার পেরিয়ে বিচ্ছেদের পথে হাঁটছেন চিত্রনায়িকা পরীমণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্ক আর রাখছেন না, তা নিশ্চিত করলেন। নতুন বছরের প্রথম দিন রবিবার (১ জানুয়ারি) সোশাল হ্যান্ডেলে লম্বা একটি স্ট্যাটাস দিয়ে পরী জানালেন, রাজ এখন তার জীবনে প্রাক্তন।
রাজের সঙ্গে সংসারে শতভাগ মনোযোগী ছিলেন বলে দাবি পরীমণির। তার ভাষ্য, ‘একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা, তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শত কোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নিই, এটা রীতিমতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।’
পরীর বিস্ফোরক দাবি, শরিফুল রাজ তার গায়ে বারবার হাত তুলেছেন। কিন্তু ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ও সংসারের কথা ভেবেই তিনি মানিয়ে নিয়েছেন এতদিন। পরী বলেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, আমাদের এই সম্পর্ক এতদিন আমার চেষ্টায় টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোনও সম্পর্কই আর সম্পর্ক থাকে না। স্রেফ বিষ্ঠা হয়ে যায়।’
রাজের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত করে পরীমণি বলেছেন, ‘রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সব ঠিক করার জন্য পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গলের জন্যই আলাদা হয়ে গেলাম।’
রাজকে প্রাক্তন উল্লেখ করে পরীর মন্তব্য, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার ওপর তার আর তার পরিবার কোনও অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে, আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।’
রাজ-পরীর সংসারের এমন করুণ পরিণতিতে স্বাভাবিকভাবেই গণমাধ্যমকর্মীরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে আপাতত তার অবস্থা বিবেচনা করে সময় চেয়েছেন পরী। বলেছেন, মানসিক এবং শারীরিক উভয় দিক দিয়েই তিনি বিধ্বস্ত।
বিষণ্ণ মনে পরীর শেষ কথা, ‘রাজ্য তার বাবা-মাকে একসঙ্গে নিয়ে বড় হতে পারলো না; এর থেকে কষ্টের আর কী হতে পারে আমার কাছে……!’
উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমণি ও শরিফুলের রাজের। প্রথম দেখা হওয়ার মাত্র সাত দিনের মাথায় বিয়ে করেছিলেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।