নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান (৪৭)। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোররাতে হাবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ড এলাকায় পরিবহনে চাঁদাবাজি, মহাসড়ক দখল করে দোকান বসিয়ে চাঁদা উত্তোলন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ এবং কলকারখানায় শ্রমিক নিয়োগ নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বিএনপির এই নেতার বিরুদ্ধে। তবে সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে নির্দিষ্ট কোন লিখিত অভিযোগ না থাকায় আটক বিএনপি নেতাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।