ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ ফতুল্লা চুরির মামলায় মুন ডাইং এর মালিক সহ দু’জন গ্রেফতার Logo গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় তিতাসের উচ্ছেদ অভিযান Logo ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন Logo লৌহজংয়ে কলমা ইউনিয়ন পরিষদের পুরাতন জায়গা দখল নিয়ে এলাকাবাসীর অভিযোগ Logo না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাল আইন কলেজের শিক্ষার্থীরা Logo মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ Logo মুন্সীগঞ্জে দুই দিনে ৯ মরদেহ উদ্ধার Logo রূপগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে ব্যবসায়ীর আত্মহত্যা Logo সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার Logo মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ অফার করে সেবা চালু করেছে বলে জানানো হয়েছে।

স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

এছাড়া মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টেও এতথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে।

শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬ হাজার টাকা এবং অপরটির ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ এককালীন কিনতে হবে।
স্টারলিংকের এই সেবায় স্পিড ও ডেটা লিমিট নেই, অর্থাৎ ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ গতি হতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত।

বাংলাদেশের গ্রাহকরা আজ (২০ মে) থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যে সেবা চালুর পূর্বপ্রত্যাশা বাস্তবে রূপ নিল।

খরচ তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন-এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প তৈরি হলো। পাশাপাশি যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীদের জন্য এটি হবে একটি কার্যকর সমাধান।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিশেষ সহকারী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ফতুল্লা চুরির মামলায় মুন ডাইং এর মালিক সহ দু’জন গ্রেফতার

স্টারলিংকের যাত্রা শুরু, মাসিক খরচ ৪২০০

আপডেট সময় ০১:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্যাটেলাইট-নির্ভর ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি দুটি প্যাকেজ অফার করে সেবা চালু করেছে বলে জানানো হয়েছে।

স্টারলিংকের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে বিষয়টি জানানো হয়।

এছাড়া মঙ্গলবার (২০ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ফেসবুকে এক পোস্টেও এতথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, স্টারলিংক অফিশিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গতকাল বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টি জানিয়েছে এবং আজ সকালে তাদের এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছে।

শুরুতে দুটি প্যাকেজ চালু করা হয়েছে ‘স্টারলিংক রেসিডেন্স’ ও ‘রেসিডেন্স লাইট’। এর মধ্যে একটির মাসিক খরচ ৬ হাজার টাকা এবং অপরটির ৪ হাজার ২০০ টাকা। তবে উভয় প্যাকেজেই ৪৭ হাজার টাকা মূল্যের যন্ত্রপাতি সেটআপ এককালীন কিনতে হবে।
স্টারলিংকের এই সেবায় স্পিড ও ডেটা লিমিট নেই, অর্থাৎ ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। সর্বোচ্চ গতি হতে পারে ৩০০ এমবিপিএস পর্যন্ত।

বাংলাদেশের গ্রাহকরা আজ (২০ মে) থেকেই অর্ডার করতে পারবেন। মাত্র ৯০ দিনের মধ্যে সেবা চালুর পূর্বপ্রত্যাশা বাস্তবে রূপ নিল।

খরচ তুলনামূলক বেশি হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন-এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য একটি উচ্চমান ও উচ্চগতির টেকসই ইন্টারনেট বিকল্প তৈরি হলো। পাশাপাশি যেসব দুর্গম এলাকায় এখনো ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছেনি, সেখানে এনজিও, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও ছোট ব্যবসায়ীদের জন্য এটি হবে একটি কার্যকর সমাধান।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান বিশেষ সহকারী।