ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কোর্টে চলমান মামলা উপেক্ষা করে শাজাহান গং রিভারভিউ কমপ্লেক্সে আঃ রশিদের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি Logo ১৫ বছরে ক্রিকেট নিয়ে যে আক্ষেপ জন্মেছে তামিমের Logo আমি শাকিব খানের মতো হতে চাই Logo যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ-উল্লাস, জয় হয়েছে বলছেন দেশটির মানুষ Logo বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ Logo বিকেএমইএ নির্বাচনে হাতেম প্যানেল পূর্ণ জয়ী Logo ইয়ার্ন মার্চেন্ট নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে এম সোলায়মানসহ ১৫ প্রার্থী Logo নারায়ণগঞ্জকে রক্ষা করতে হলে নদীকে রক্ষা করতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার Logo সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার Logo বন্দরে ৪ পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১, নগদ টাকা লুটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মোঃ জামাল হোসেন (৩৭) বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে (সোমবার) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রূপগঞ্জ উপজেলার মুগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মোঃ নাঈম (২৬), মোঃ শাহিন (২৮), মোঃ নাজির (৩০) ও মোসাঃ নাছিমা (৫০)। তারা সকলে মৃত মতিনের সন্তান ও স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, চাপাটি, চাইনিজ কুড়াল, ছুরি ও লাঠি-সোটা সহকারে জামাল হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলার সময় জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়। এ সময় অভিযুক্ত নাঈম তার পকেট থেকে নগদ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে নাঈম চাইনিজ কুড়াল দিয়ে জামাল হোসেনের কপালে কোপ মেরে গুরুতর আহত করে।

জামাল হোসেন আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় হামলাকারীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জামাল হোসেন হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর আহত জামাল হোসেন বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ৫ মে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

কোর্টে চলমান মামলা উপেক্ষা করে শাজাহান গং রিভারভিউ কমপ্লেক্সে আঃ রশিদের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের হুমকি

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১, নগদ টাকা লুটের অভিযোগ

আপডেট সময় ১২:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মোঃ জামাল হোসেন (৩৭) বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে (সোমবার) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রূপগঞ্জ উপজেলার মুগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মোঃ নাঈম (২৬), মোঃ শাহিন (২৮), মোঃ নাজির (৩০) ও মোসাঃ নাছিমা (৫০)। তারা সকলে মৃত মতিনের সন্তান ও স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, চাপাটি, চাইনিজ কুড়াল, ছুরি ও লাঠি-সোটা সহকারে জামাল হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলার সময় জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়। এ সময় অভিযুক্ত নাঈম তার পকেট থেকে নগদ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে নাঈম চাইনিজ কুড়াল দিয়ে জামাল হোসেনের কপালে কোপ মেরে গুরুতর আহত করে।

জামাল হোসেন আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় হামলাকারীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জামাল হোসেন হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর আহত জামাল হোসেন বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ৫ মে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।