ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আর্জেন্টিনার আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

প্রথমার্ধেই হয়ে গিয়েছে ৩ গোল। টটেনহামের বিপক্ষে লিগ জিততে লিভারপুলের দরকার ছিল একটা ড্র। কিন্তু শুরুর ৪৫ মিনিটেই লিভারপুলের দুর্দান্ত ফুটবল লিড এনে দিল ৩-১ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অলরেডদের দূরত্ব তখন কেবল ৪৫ মিনিট।

 

 

অথচ এতকিছুর মাঝেই অপেক্ষা ছিল একটা বিশেষ মুহূর্তের। পুরো মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ যে তখন পর্যন্ত গোলের দেখা পাননি! গত চার ম্যাচ ধরেই গোল নেই সালাহর পা থেকে। যদিও শিরোপার কাছাকাছি লিভারপুলকে টেনে এনেছিলেন তিনিই। কোডি গাকপো তো একবার নিজের সুযোগটাই তুলে দিয়েছিলেন সালাহর পায়ের কাছে। সেটা থেকেও গোল পাননি মিশরীয় এই তারকা।

 

৬৪ মিনিটে সেই আরাধ্য গোলও পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। লিভারপুল ভক্তদের প্রত্যাশা যেন পূরণ হলো ওই এক গোল দিয়েই। আর সেটা সালাহকে প্রিমিয়ার লিগে এনে দিল আরও একটা রেকর্ড।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার আগুয়েরোকে সরিয়ে রেকর্ডবুকের শীর্ষে সালাহ

আপডেট সময় ০১:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রথমার্ধেই হয়ে গিয়েছে ৩ গোল। টটেনহামের বিপক্ষে লিগ জিততে লিভারপুলের দরকার ছিল একটা ড্র। কিন্তু শুরুর ৪৫ মিনিটেই লিভারপুলের দুর্দান্ত ফুটবল লিড এনে দিল ৩-১ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা থেকে অলরেডদের দূরত্ব তখন কেবল ৪৫ মিনিট।

 

 

অথচ এতকিছুর মাঝেই অপেক্ষা ছিল একটা বিশেষ মুহূর্তের। পুরো মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা মোহাম্মদ সালাহ যে তখন পর্যন্ত গোলের দেখা পাননি! গত চার ম্যাচ ধরেই গোল নেই সালাহর পা থেকে। যদিও শিরোপার কাছাকাছি লিভারপুলকে টেনে এনেছিলেন তিনিই। কোডি গাকপো তো একবার নিজের সুযোগটাই তুলে দিয়েছিলেন সালাহর পায়ের কাছে। সেটা থেকেও গোল পাননি মিশরীয় এই তারকা।

 

৬৪ মিনিটে সেই আরাধ্য গোলও পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে বাম পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। লিভারপুল ভক্তদের প্রত্যাশা যেন পূরণ হলো ওই এক গোল দিয়েই। আর সেটা সালাহকে প্রিমিয়ার লিগে এনে দিল আরও একটা রেকর্ড।