নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন মধুখালীর পুলিশ হাউজিং এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা, ছিনতাই, ডাকাতিসহ নানাধরণের অপরাধ মূলক ঘটনা ঘটায় পথচারী ও এলাকাবাসী আতঙ্কিত এবং অতিষ্ট। এ অপরাধী চক্র মাফিয়া স্টাইলে পথচারী ও এলাকাবাসীর উপর আক্রমন করে থাকে বলে ভূক্তভোগীর অভিযোগ। প্রতিকারে নেই কোন টলহ ব্যবস্হা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
এ সকল অপরাধীরা পূর্বাচল হাইওয়ে পুলিশ হাউজিং এলাকার পূর্ব পাশে পরিত্যক্ত স্হানে ভয়ঙ্কর এক আস্তানা গড়ে তুলছে বলেও জানা যায় । এ স্হানে সঙ্ঘবদ্ধ হয়ে অপরাধী চক্র তাদের সুযোগ সুবিধা মতো এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের উপর আক্রমণ চালায়। দেশী বিদেশি অস্ত্রের ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায়। । লুটকরা ও ছিনতাইয়ের মালামাল নিয়ে এসে এই আস্তানায় ভাগ বাটায়ারা করে থাকে বলে তথ্য পাওয়া যায়। এ ছাড়াও এখানে চলে দিনরাত মাদক বিক্রি ও মাদক সেবন। সূত্রে আরো জানা যায় যে, রাত ৯ টাকার পর থেকে এখানে চলে মাদকের জলসা ও বিনোদনের আড্ডা। সারারাত চলে নগ্ন আনন্দ উল্লাস। আশেপাশে তেমন বাড়িঘর না থাকায় নিরব পরিবেশের কারনে অপরাধীরা এই সুযোগে বীরদর্পে তাদের অপরাধমূলক কাজ করে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, এখানে অনেক সন্ত্রাসীদের আসা যাওয়া করতে দেখা যায়। এ অপরাধী চক্রটি শুধু মাদক,ছিনতাই বা ডাকাতি করে ক্ষান্ত নয় তারা মানুষের বাড়ির লোহার গেট, জানালা দরজা, ইত্যাদি মূল্যবান সম্পদ ভেঙে নিয়ে যায়। এলাকা বাসী বুজতে পারলেও ভয়ে কিছু বলার সাহসটুকুও পায় না। অপরাধীরা তাদের আচার আচরণে কথাবার্তায় মাফিয়াদের চরিত্র দেখিয়ে থাকে। তাদের আচরণ আচরণ নর পশুর চেয়েও হিংস ও ভয়ঙ্কর । পুলিশ হাউজিং এর পূর্ব পাশে নির্জন জায়গায় গুলিতেই তাদের বেশি আনাগোনা করতে দেখা যায়। এলাকাবাসী ও পথচারী আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করে এ স্হানে নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান। এখানে এই মাফিয়া আস্তানার কারনে মানুষ বাড়িঘর নির্মান করতেও ভয় পায়।
ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি অচিরেই এই ভয়ঙ্কর আস্তানা ভেঙে দিয়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে এলাকায় শান্তি পূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার।