ব্যর্থ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি কাটিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিসিবির লক্ষ্য এখন আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ভালো করতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিসিবি। যার অংশ হিসেবে বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে আগামী অক্টোবর মাসে সিরিজ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের বোর্ডই। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজটি করতে চায় তারা। যেখানে হতে পারে তিনটি টি-টোয়েন্টি।
এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ইতিমধ্যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়ে আলোচনা শুরু করেছি। রমজান পরবর্তী সময়ে আরও আলোচনা হবে এবং আমরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার আশা করছি, কারণ আমরা এটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছি।’
অন্যদিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমি মনে করি, যদি আপনি এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) দেখেন, তাহলে আপনি তথ্য পাবেন যে অক্টোবর ২ থেকে ১২ তারিখের মধ্যে একটি উইন্ডো (সময়) রয়েছে এবং আমরা তারিখ ও বিস্তারিত চূড়ান্ত করতে আলোচনা করছি।’
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে ক্রিকেটাররা এখন ব্যস্ত চলমান ডিপিএলে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে দল। সেই সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে নাজমুল-মিরাজদের।
 
  
																		
 সাখাওয়াতকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা
												
												সাখাওয়াতকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা 
























