‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সাথে জীবনের মিল পাওয়া যায় হরহামেশাই। সময় আর পরিস্থিতি বলে দেয়, কে কখন কোথায় অবস্থান করবে। গতকাল বুধবার পুরো দিনই বলতে গেলে আলোচনায় ছিলেন মুশফিকুর রহিম। দুপুর নাগাদ স্টিভেন স্মিথের অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা বেশ জোরালোভাবে মুশফিককে ইঙ্গিত করে পোস্ট দিতে থাকেন, সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও।
দিনভর চলতে থাকা এসব পোস্ট শেষ না হতেই রাত ১১টা ১৩ মিনিটে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাসে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানেন দেশের ক্রিকেটের কিংবদন্তি এই ক্রিকেটার। সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ভালো যাচ্ছিল না মুশফিকের। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ না হতেই দিলেন অবসরের ঘোষণা।
টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নিয়েছিলেন মুশফিক। গতকাল ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেও চালিয়ে যাবেন টেস্ট ক্রিকেট। মুশফিকের অবসর খবরের পরপরই ঢাকা পোস্টকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিকের বিকেএসপির কোচ মন্টু দত্ত। দীর্ঘ ২৫ বছর ধরে কাছ থেকেই মুশফিককে দেখে আসছেন মন্টু।