নারায়নগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের বিতর্কিত ভূমি সহকারী কর্মকর্তা মফিজ উদ্দিনকে অবিলম্বে অপসারনের জোড়ালো দাবি তোলার পাশাপাশি দুদক কতৃর্ক তার অঢেল সম্পদের উৎস নিয়ে তদন্তের আহবান জানিয়ে মানববন্ধন করেছে কুতুবপুর ইউনিয়নবাসী।
রোববার (২২ ডিসেম্বর) সকালে ফতুল্লার পাগলা বাজার এলাকায় অবস্থিত কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের অদূরে এই মানববন্ধনের আয়োজন করেন মফিজের দ্বারা হয়রানীর শিকার হওয়া প্রায় অর্ধশত সেবাগ্রহীতা। এসময় তারা মফিজের ঘুষ বাণিজ্য, হয়রানী, স্বেচ্ছাচারিতা, ও অসদাচরণের নানা ভোগান্তির কথা তুলে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মো. সেলিম মুন্সি, পাগলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহের মোল্লা, আলীগঞ্জ এলাকার মো. জসিম মোল্লা, ফতুল্লার মো. আলামিন মৃধা, মো. জুয়েলসহ আরও বেশ কয়েকজন ব্যাক্তি। নামজারীর সরকারী ফি ১১শ’ টাকা হলেও ওই ভুক্তভোগীদের কারও কারও কাছ থেকে মফিজ ৩০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তোলেন তারা।
এছাড়াও তহসিলদার তথা ভূমি সহকারী কর্মকর্তা হলেও মফিজকে ‘স্যার’ বলে সম্বোধন না করলেই ক্ষুব্ধ হয়ে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও অসদাচরণ করে থাকেন। সেবা নিতে এসে অনেকেই মফিজের ঔদ্ধত্যপূর্ন আচরণ ও কথার দ্বারা লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
মানববন্ধনে বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসে মফিজের চাহিদামত তাকে ঘুষ বা বাড়তি টাকা না দিলে নামজারি কিংবা জমি সংক্রান্ত অন্যান্য সেবা তো দূরের কথা উল্টো ভোগান্তি পোহাতে হয়।