ঢাকা , সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামে এক যুবককে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামের এক যুবককে পিটিয়ে মারাত্মক আহত করেছে উপজেলা সনমান্দী ইউনিয়নের নীলকান্দ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ খাজা ও সিরাজ, হাইজ মিয়ার ছেলে মোঃ আলী, মোঃ খাজার ছেলে শরিফ, মৃত সিরাজের ছেলে মোঃ মোসলেহ উদ্দিনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী।

আহতের ভাই রাজিব অভিযোগসূত্রে জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলেদের সঙ্গে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ মার্চ রবিবার রাত ৯ টায় স্থানীয় কামাল মিয়ার দোকানের সামনে তাদের উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রফিকুল ইসলামের ছেলে মোঃ খাজাগংদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ভাই রাকিবকে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার ভাইয়ের ডাক চিৎকার শুনে আমি ও আমার ফুফাতো ভাই নিজাম ঘটনাস্থলে আগাইয়া আসিলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ফুফাত ভাইকে মারপিট করে নগদ ২২,০০০/- হাজার টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় আহত রাকিবকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় সোমবার বিকালে আমি নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এদিকে অভিযুক্ত খাজা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তর্ক বিতর্কের মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে। তবে কোন মারামারির ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামে এক যুবককে পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ

আপডেট সময় ০৩:১৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব নামের এক যুবককে পিটিয়ে মারাত্মক আহত করেছে উপজেলা সনমান্দী ইউনিয়নের নীলকান্দ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ খাজা ও সিরাজ, হাইজ মিয়ার ছেলে মোঃ আলী, মোঃ খাজার ছেলে শরিফ, মৃত সিরাজের ছেলে মোঃ মোসলেহ উদ্দিনসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী।

আহতের ভাই রাজিব অভিযোগসূত্রে জানান, উপজেলার সনমান্দী ইউনিয়নের নীলকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলেদের সঙ্গে আমাদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৫ মার্চ রবিবার রাত ৯ টায় স্থানীয় কামাল মিয়ার দোকানের সামনে তাদের উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রফিকুল ইসলামের ছেলে মোঃ খাজাগংদের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ভাই রাকিবকে দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার ভাইয়ের ডাক চিৎকার শুনে আমি ও আমার ফুফাতো ভাই নিজাম ঘটনাস্থলে আগাইয়া আসিলে সন্ত্রাসীরা আমাকে ও আমার ফুফাত ভাইকে মারপিট করে নগদ ২২,০০০/- হাজার টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, এসময় আহত রাকিবকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় সোমবার বিকালে আমি নিজে বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এদিকে অভিযুক্ত খাজা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তর্ক বিতর্কের মধ্যে একটু ধস্তাধস্তি হয়েছে। তবে কোন মারামারির ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।