স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগ্রামী যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, শিকদার বাপ্পি (চিশতি)।
সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পি চিশতি’র নেতৃত্বে এ যোগদান করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিকদার বাপ্পি বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশনায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে এজন্য আমাদের প্রিয় নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে এবং তারেক রহমানের নির্দেশে প্রতিটি নেতাকর্মীর প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে। তাদের কথা বুঝতে হবে এবং পাশে থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা ফয়সাল হাসান, মোল্লা বাপ্পি, রকি, হান্নান, পরশ, সাকিল, রাজিব, রানা, পারভেজ, ফারুক, নরন সিকদার, সাজু, আলামিন, পায়েল, ফয়সাল, আকরাম, পাভেল, আরমান ও মিলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
জাঁকজমকপূর্ণ এ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে মন্ডলপাড়া জড়ো হয়।



















